Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু-দুর্গার-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-লেখনি-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা ১৭
গদ্য কবিতা,,১৮/০৭/২০
শিরোনাম     #দোষ_কার?

কলমে- #পম্পা_মণ্ডল

হাড়-হাভাতের হাঁড়ির জলে নষ্ট জীবন ফোটে,বেকারত্বের কাস্তে কোদালে বহুদিনের জং।
স্বজনপোষণে বিলিয়ে যায় ত্রাণের তহবিল, ধানের ক্ষেতে পাতা থাকে ইঁদুর…


সাপ্তাহিক প্রতিযোগিতা ১৭
গদ্য কবিতা,,১৮/০৭/২০
শিরোনাম     #দোষ_কার?

কলমে- #পম্পা_মণ্ডল

হাড়-হাভাতের হাঁড়ির জলে নষ্ট জীবন ফোটে,বেকারত্বের কাস্তে কোদালে বহুদিনের জং।
স্বজনপোষণে বিলিয়ে যায় ত্রাণের তহবিল, ধানের ক্ষেতে পাতা থাকে ইঁদুর মারার কল।

ঘামের সাথে মিশে যায় মিথ্যাচারের রক্ত,লালসার গন্ধ মেলে ভুখা মেয়ের গায়েও।
মৃত্যু কবে বড় ছিলো? চরিত্র যায়না দেখা,
পাটের ক্ষেতে পড়ে থাকে ভোগবিলাসী ছাঁচ।

জমালে খিদে পান্তাটাও হাঁড়িয়া হয়ে যায়,ঘুলিয়ে নিয়ে জল খায় কোন একটা জাত।বুদ্ধিমানেরা মাছের তেলে মাছ ভেজেই তৃপ্ত,চাঁদের গায়ে থাকেই তো একটুআধটু দাগ।

বিবেক নামের বস্তুটা পি পি ই তে মোড়া। হিংস্রতা,নৃশংসতার রিপোর্ট পজেটিভ।
ধর্মগ্রন্থের কভারপেজ ছুঁয়েও বলতে পারি-
মাটির পাত্র পুড়লে ঝরে সেকুলারিজমের বালি।
অতঃপর দু'হাত তুলে- করার নেই যে কিছু,
সময় আর পরিস্থিতি বড্ড বেশিই খারাপ।

@পম্পা