নদীর ব্যথা
----------
গৌতম ভট্টাচার্য্য
বকের পাখায় সন্ধ্যা নামার ছবি,
দেখাতে আকাশে ক্লান্ত অস্তরবি।
সোনা রঙ খোঁজ আবিল নদীর খাতে?
প্রযুক্তি ঘেরা জীবন রঙ্গে মেতে ?
অভিমানী নদী গুমরে গুমরে কাঁদে
জোছনার কাছে দুখের কাহিনী ফাঁদে।
নীরব…
নদীর ব্যথা
----------
গৌতম ভট্টাচার্য্য
বকের পাখায় সন্ধ্যা নামার ছবি,
দেখাতে আকাশে ক্লান্ত অস্তরবি।
সোনা রঙ খোঁজ আবিল নদীর খাতে?
প্রযুক্তি ঘেরা জীবন রঙ্গে মেতে ?
অভিমানী নদী গুমরে গুমরে কাঁদে
জোছনার কাছে দুখের কাহিনী ফাঁদে।
নীরব আকাশ যেদিন কুপিত হয়,
উত্তাল নদী ভোলে বাঁধনের ভয়।
ভেঙে ফেলে সেতু দুকূল ভাসিয়ে দিয়ে,
সাগরের পানে নদী চলে ভেট নিয়ে ।
কত গ্রাম কত শহরের প্রাণধারা -
এক উচ্ছ্বাসে মুহুর্তে দিশাহারা।
তবু পৃথিবীকে শোষণ করতে কই
আমরা মানুষ আজো সাবধান হই?