#সুন্দরী---#সন্মিতা_দেবনাথ
আমি খুব সাধারণ মেয়ে ।কাজল কালো চুল , হরিণীর মত চোখকোনোটাই আমার নেই ।আমার চোখ দেখে আজও কোনো পুরুষের নেশা ধরেনি ,পাতলা ঠোঁটের হাসি , কারোর মনে দোলা দেয়নি ।ভীড়ের মাঝে অনুজ্জ্বল রঙ কারোর চোখে পড়েনি !
তবু …
#সুন্দরী
---#সন্মিতা_দেবনাথ
আমি খুব সাধারণ মেয়ে ।
কাজল কালো চুল , হরিণীর মত চোখ
কোনোটাই আমার নেই ।
আমার চোখ দেখে আজও কোনো পুরুষের নেশা ধরেনি ,
পাতলা ঠোঁটের হাসি , কারোর মনে দোলা দেয়নি ।
ভীড়ের মাঝে অনুজ্জ্বল রঙ কারোর চোখে পড়েনি !
তবু , আমি হতে চাই এক রূপসী ।
যাকে এক পলক দেখেই তোমার পা থমকে যাবে ,
মুহূর্ত পেরিয়ে যাবে চোখ ফিরবে না ।
না হয় ভীষণ লাজুক আমি ,
তবু প্রাণবন্ত হয়ে ছুটব তোমার ধমনীজুড়ে !
তবে হায় ! সে রূপ কেবল স্বপ্নে দেখি আমি !
রূপসী তো আমি সত্যিই নই ,
তবু আমার প্রেমের রূপে কি সুন্দরী নই ?
তোমাকে ঘিরে থাকে যারা , সেই অপ্সরার দল ,
দেখো তাদের চেয়েও রূপসী আমি ।
না হয় অমন দেহভঙ্গিমা আমার নেই ,
তবু কি পারি না ভালোবাসতে ?
পারো না ভালোবাসতে.....আমাকে ?
নীরাকে হয়তো দেখেছিল কবি কোনো ব্যস্ত রাস্তার ধারে ,
অথবা পিচগলা দুপুরের ঘর্মাক্ত তাপে ,
তবু তো সে কবির হৃদয়ে শুভ্র আসনে চিরআসীন ।
না , দামিনী হতে চাইনি কোনোদিন ,
সে আগুন আমার নেই ।
প্রেমের স্নিগ্ধতায় আমি কি তোমার নীরা হতে পারি ?
#copyright_protected