#ইশ
#সায়ন্তিকা
যতবার আয়নায় দেখি নিজেকে , মনে হয় কর্পূর জলে আরো একবার স্নান করি ,কতদিন হয়ে গেলো তোমার গায়ের গন্ধে সকালের শিশির পড়েনি আমার কার্ণিশে !
একটা নিষিধ্ব বাণ এসে বিধ্ব করেছে আমার বুক ,তোমার স্পর্শ পাওয়ার আশায় আমি কবিতা লিখি…
#ইশ
#সায়ন্তিকা
যতবার আয়নায় দেখি নিজেকে , মনে হয় কর্পূর জলে আরো একবার স্নান করি ,
কতদিন হয়ে গেলো তোমার গায়ের গন্ধে সকালের শিশির পড়েনি আমার কার্ণিশে !
একটা নিষিধ্ব বাণ এসে বিধ্ব করেছে আমার বুক ,
তোমার স্পর্শ পাওয়ার আশায় আমি কবিতা লিখি !
কিন্তু সেই স্পর্শ পেলাম কই ?
তাই প্রতিদিন আমি শরতের মেঘে আঁকি কাব্য۔পট!
আমি প্রেমের কবিতা বুঝিনা ,
আমি তোমার ঘরের বৌয়ের মতন বাসর জাগিনা ,
আমি শুধু কাদম্বরীর মতন তোমাকে ভালোবেসে যেতে পারি ۔۔۔۔আজীবন !
তুমি হয়তো কোনোদিন আমার উঠোনে ফেলে রেখে যাবে আস্ত একটা হলুদ গোলাপের টব ,
আমি কিছু মুক্তো۔দানা কুড়িয়ে নেবো তোমার বাগান থেকে ۔۔۔
তুমি চুম্বন করবে আমার গোলাপি ঠোঁট ,
নন্দন কানন থেকে চুরি করে আনবো আমি রক্তকরবী ,
তোমার সারা শরীর নীল হয়ে উঠবে আমার বিষে ۔۔۔۔
ঠিক তখনই আমি তোমার চোখের দিকে তাকিয়ে বলবো ۔۔۔۔ইশ !!