দৈনিক প্রতিযোগিতাবিষয় কবিতা#শিরোনাম_বাগিচায়_মনী#পবন_কুমার_সাহা
৭/১০/২০২০
বাগিচার এক কোনে কে গো তুমি অতি সুন্দর রমনীলুকায়ে রেখেছো তোমার ধরনীমোর বাগিচায় মনী।
এত রুপ দেখি নাই কভু আগেরাজার পুত্র নবীনআমি নব রাজা এই বাগিচারবড়ই আজ সুদ…
দৈনিক প্রতিযোগিতা
বিষয় কবিতা
#শিরোনাম_বাগিচায়_মনী
#পবন_কুমার_সাহা
৭/১০/২০২০
বাগিচার এক কোনে কে গো তুমি
অতি সুন্দর রমনী
লুকায়ে রেখেছো তোমার ধরনী
মোর বাগিচায় মনী।
এত রুপ দেখি নাই কভু আগে
রাজার পুত্র নবীন
আমি নব রাজা এই বাগিচার
বড়ই আজ সুদিন।
রানি করে কাছেতে তোমাকে চাই
দিও না মোরে ফিরায়ে
রাজা হয়ে ফিরবো না গো প্রাসাদে
মালি হয়ে যাবো রয়ে ।
চাইছি কাছেতে মিলন মাঝেতে
কই কথা এক সাথে
মিলে মিশে হয়ে যাই একাকার
নীলে মিলে এক পথে।
পিপাসায় মরি আরো চাই কাছে
সুন্দর পাপড়ি মাঝে
বাড়িয়ে দাওগো হৃদয় মাধুরী
চুম্বন রেখোনা লাজে।
পবন কুমার সাহা