#মুক্তি আছে!!#কলমে_পলি ঘোষ#তাং২৯ ১০ ২০২০
নেট দুনিয়া ভাইরাল...দুটি ইঁদুরের মারামারিমুদিদোকানের দখলদারি..জগতের সবখানেই দখলের তাঁবেদারী।আজম্মকালের বেদখল হয়ে যাওয়া আলতো টান।
মুক্তির উপমা হিসাবে আমরা পাখিদের টানিতাদের জীবন....তাদের …
#মুক্তি আছে!!
#কলমে_পলি ঘোষ
#তাং২৯ ১০ ২০২০
নেট দুনিয়া ভাইরাল...
দুটি ইঁদুরের মারামারি
মুদিদোকানের দখলদারি..
জগতের সবখানেই দখলের তাঁবেদারী।
আজম্মকালের বেদখল হয়ে যাওয়া
আলতো টান।
মুক্তির উপমা হিসাবে আমরা পাখিদের টানি
তাদের জীবন....তাদের মুক্তি।
সে ডানা মেলে ওড়ে যে!
কিছু পাখি আছে তারা বেশ সংসারী।
প্রজননের সময় বা শীত কালীন প্রবাসে
বহু বছর ধরে সঙ্গী বা সঙ্গিনীকে
আগলে রাখার চেষ্টা তাদেরও থাকে।
খাবার যোগায়, পালক পরিষ্কার করে,আবার
পাখা দিয়ে ঝড় ঝাপটা আড়াল ও করে।
কাছে টেনে..আগলে রাখে।
মুক্ত তারা ঠিকই,
সন্ন্যাসী ও বটে,
সঙ্গিনী আক্রান্ত হলে কিছুক্ষণ চিৎকারে
প্রতিরোধ গড়ে ঠিকই
পরক্ষনেই
চাচা আপন প্রান বাঁচা!
ভোর হলেই আবার সুরেলা গলায় গান...!
যায় ভেসে যাক ঘর।
চড়ুইটা আবার ঝগড়া করেই
সাম্রাজ্য সামলাতে ব্যস্ত,
সে জানেই না আকাশ সকলের!
ঝগড়া করা যায় নাকি!
তবুও করে ... বোকা..
সে জিতবেই..!
এও এক আটকে পরা দখলের লড়াই!
তাহলে!
ডানা মেলে ওড়া কি মুক্তি হল!!