--------------//অমর প্রেম//---------------------------//লিপিকা দে//-------------
তুমি কিছু মনে রেখো নাকোনো দু:খকে পুষে রেখো নাসব প্রেম পূর্ণতা পায় নাপায় না তার যথাযথ সন্মান|হৃদয়ের তাজমহলে শুধু প্রজৃালিত থাকে তার নীরব অবস্হান!
তুমি …
--------------//অমর প্রেম//-------------
--------------//লিপিকা দে//-------------
তুমি কিছু মনে রেখো না
কোনো দু:খকে পুষে রেখো না
সব প্রেম পূর্ণতা পায় না
পায় না তার যথাযথ সন্মান|
হৃদয়ের তাজমহলে শুধু প্রজৃালিত থাকে তার নীরব অবস্হান!
তুমি তাকে যাপন করো
নিভৃতে তাকে লালন করো
যখনি মনে হবে এসো তার সমাধির পাশে
কিছুটা সময় কাটিয়ে যেও|
তোমার সুখ-দু:খের গল্পগাঁথা তার কান কানে শুনিয়ে যেও|
তোমার দু:খ,অপমান,ব্যর্থতাকে ভালোবাসার অঝোর ধারায় ধুইয়ে যেও|
ভালোবাসার সুধারসে হৃদয় পরিতৃপ্ত করে তোমার সাম্রাজ্যে আবার ফিরে যেও |