Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নির্ভীক কালচারাল ফোরাম আয়োজিত ভার্চুয়াল সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:  অনলাইনে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক প্রতিযোগিতা করে নজৃর কাড়লো নির্ভীক কালচারাল ফোরাম। মেদিনীপুরের অন্যতম  সাংস্কৃতিক প্রতিষ্ঠান নির্ভীক কালচারাল ফোরাম আয়োজিত দু-মাস ব্যাপী অনলাইনে ভার্চুয়াল ইভেন্ট চলছ…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:  অনলাইনে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক প্রতিযোগিতা করে নজৃর কাড়লো নির্ভীক কালচারাল ফোরাম। মেদিনীপুরের অন্যতম  সাংস্কৃতিক প্রতিষ্ঠান নির্ভীক কালচারাল ফোরাম আয়োজিত দু-মাস ব্যাপী অনলাইনে ভার্চুয়াল ইভেন্ট চলছে। বেশ কিছু আকর্ষণীয় কনটেস্ট ছিল। তাতে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, বাংলাদেশ থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, ত্রিপুরা আসাম, কলকাতা খড়গপুর,পুরুলিয়া,বাঁকুড়া ও মেদিনীপুরসহ অন্যান্য এলাকার প্রতিযোগীরা অংশ নেন।


এই আন্তর্জাতিক পর্যায়ের ভার্চুয়াল ইভেন্টে বিভিন্ন বিষয়ে সেরা হয়েছেন এরকম ৮২ জনকে স্তরে স্তরে ভাগ করে করোনা আবহে নির্দিষ্ট গাইডলাইন মেনে কিছুজনকে পুরস্কৃত করা হলো বৃহস্পতিবার। মেদিনীপুর রবীন্দ্র নিলয়ের মুক্তমঞ্চে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও উপহার গুলি তুলে দেন অতিথি চিত্রলেখা একাডেমির কর্ণাধার সৌভিক গুড়িয়া, শিক্ষক বিশ্বজিৎ সিনহা, কবি ও শিক্ষিকা অনামিকা তেওয়ারী, সমাজসেবী মৃনাল মাইতি, নৃত্যশিল্পী আয়সী কর প্রমুখ। এছাড়াও ছিলেন নির্ভীক ফোরামের কর্ণধার সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরিজিৎ সিনহা, ছিলেন মেকআপ আর্টিস্ট রিমা কর ও নির্ভীক সদস্যা শ্যামলী দে সহ অন্যান্যরা। এদিন মেদিনীপুর, খড়গপুর,ঝাড়গ্রাম এলাকা থেকে যাঁরা সফল হয়েছিলেন কেবল যারা তারাই এদিন পুরস্কার সংগ্রহ করেন।নির্ভীক কালচারাল ফোরামের উদ্যোগে  অনুষ্ঠিত হতে চলেছে "আগমনী" অনুষ্ঠান,

তাতে ধুনুচি নাচের প্রদর্শন করার একটা পরিকল্পনা রয়েছে। সাথে সাথেই


সেদিন একটি মিউজিক এলবাম রিলিজেরও কথা রয়েছে। পাশাপাশি পথ শিশুদের নতুনবস্ত্র উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।