Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কালোজিরার সাহায্য লক্ষ্মী প্রতিমা আঁকলেন পেশায় শিক্ষক

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কালোজিরার সাহায্য লক্ষ্মী প্রতিমা এঁকে নজর কাড়লেন কেশপুরের মহিষাগড়া মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাস। আবারও কালোজিরা দিয়ে ছবি এঁকে নজর কাড়লেন শিক্ষক নরসিংহ দাস। শুক্রবার গোটা রাজ‍্যজুড়ে আপামর বাঙালি য…

 


নরসিংহ দাস
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কালোজিরার সাহায্য লক্ষ্মী প্রতিমা এঁকে নজর কাড়লেন কেশপুরের মহিষাগড়া মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাস।

 আবারও কালোজিরা দিয়ে ছবি এঁকে নজর কাড়লেন শিক্ষক নরসিংহ দাস। শুক্রবার গোটা রাজ‍্যজুড়ে আপামর বাঙালি যখন ধনদেবী লক্ষ্মীর আরাধনার নানা কাজে ব‍্যস্ত, তখন কালোজিরা দিয়ে লক্ষ্মী প্রতিমা এঁকে সবার নজর কাড়লেন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা,কেশপুরের মহিষাগেড়া হাইমাদ্রাসার ভুগোলের শিক্ষক চিত্রশিল্পী নরসিংহ দাস।

 নরসিংহ বাবু তাঁর আঁকা ছবিটির ছবি তুলে সোস‍্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই পোস্টে নরসিংহবাবুকে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনেরা। নরসিংহবাবু বরাবরই এই রকম, বিভিন্ন সময় নানা ঘটনা, উৎসব ও ব‍্যক্তিকেনিয়ে কালোজিরা,পেরেক, লতাপাতা, শাকসবজি, দেশলাই কাঠি সহ নানা জিনিসপত্র দিয়ে আকর্ষণীয় শিল্প তৈরি করে থাকেন।