#দৈনিক_সন্মাননা_প্রতিযোগিতা
#চুপকথার_ভালোবাসা
ডা.শামস রহমান ১৯ আশ্বিন'১৪২৭;০৪/১০/২০
হয়তো সে চুপকাহিনী শুনে,বলবে এ কেমন ভালোবাসা পথের মাঝে রেখে চলে গেলে সে,স্মৃতির মাঝে ফেলে আসা!তুমিও তো আলো ঝলঝল রাস্তাটা বেছে নিলে পারলে কত সহজেস…
#দৈনিক_সন্মাননা_প্রতিযোগিতা
#চুপকথার_ভালোবাসা
ডা.শামস রহমান
১৯ আশ্বিন'১৪২৭;০৪/১০/২০
হয়তো সে চুপকাহিনী শুনে,বলবে এ কেমন ভালোবাসা
পথের মাঝে রেখে চলে গেলে সে,স্মৃতির মাঝে ফেলে আসা!
তুমিও তো আলো ঝলঝল রাস্তাটা বেছে নিলে পারলে কত সহজে
সারি সারি নিয়নের বাতিগুলো বড় নিঃসঙ্গ যেন কিছু জ্বলে আর বুজে
আকাশের তারা মিটিমিটি তাকিয়ে,ভোরে মুছে গেল ক্লান্তিতে
তুমি আসলে না কথা রাখলে না,সময় কেটেছে দুঃসহ রাতে!
ভ্রমরেরা খেলছিল প্রজাপতি উড়ছিল,নেইতো সে চোখে রঙ
সেদিনের পর থেকে তোমাকে হারিয়ে,কান্নায় ভেঙ্গে পড়ি সারাক্ষণ!
একটু আগে তুমি কাছে ছিলে,সৌরভ বাতাসে ছড়িয়ে
ফুটেছিল বেলী মল্লিকা বকুল যত দিলো সে হৃদয় ভরিয়ে!
অকারণে কেন করলে বারণ,ছিল কি কাছে আসার বাঁধন
গল্পবলা হলো না আর,কাটে নীরব যন্ত্রণায় সারাক্ষণ।
আদর পরশে এখনো এ মন হরষে,দিনগুলো স্মৃতি হয়ে গেল
দুজনার মাঝে একটি সরল সীমারখা,কেউ যে টেনে দিলো!
উড়োজাহাজের লাল পিঙ্গল বাতি,সে আকাশে টিপটিপ জ্বলে
তোমায় যে আরও বেশী মনে হলো,এই বুঝি উড়ে এলে!
মনটাকে যত শাসন করেছি বারণ, পোষ মানে কি কারও কথায়
দেবার যা ছিল দিয়ে নিঃস্ব আমি,খুঁজে দেখো আমায় কবিতায়!
#কবিস্বত্ব_সংরক্ষিত।