শিরোনাম :বর্ডারলেখনী :পিউ সাহা বাড়ৈ✍️18/11/20পেছনে ফেলে আসা সময় দের কাছেবায়না করি- আমি - বাধ্য যে ,,,একটু থাম,,,থেমে যাও! শোনো,,,,,,,খোলা জানলা দিয়ে বাইরের শুক্লা দ্বাদশীর চাঁদ দেখা যায় । আর ঐদিকে দরজার বাইরে নওজোয়ানের সিপা…
শিরোনাম :বর্ডার
লেখনী :পিউ সাহা বাড়ৈ✍️
18/11/20
পেছনে ফেলে আসা সময় দের কাছে
বায়না করি- আমি - বাধ্য যে ,,,
একটু থাম,,,থেমে যাও! শোনো,,,,,,,
খোলা জানলা দিয়ে বাইরের শুক্লা দ্বাদশীর চাঁদ দেখা যায় ।
আর ঐদিকে দরজার বাইরে নওজোয়ানের সিপাহীরা অপেক্ষায়- ক্লান্ত পরিসরে ।
হাতে বেশি সময় নেই, তাই একটা মুহূর্ত নষ্ট করা যাবে না।
টেবিলে রাখা বালি ঘড়ি টা বেজায় কষ্ট দিচ্ছে মনটাকে
সেটাকে সরিয়ে রাখা ছাড়া আর কোন পথ ছিল না যে ।
দেশে মায়ের সৈনিক ওরা , মাথায় মস্ত দায়িত্ব নিয়ে বিয়েটা হল কোন রকম
মিলন হল মধুচন্দ্রিমা যাপনে- প্রায় নিরবেই ।
বললাম তাকে, তার মুখের চিকন কাঁচের ওড়না তুলে, ,,
তোমার সুন্দর মুখটি দেখে চাঁদ আজ মুখ লুকায়।
তোমার ওই কাজল কালো আঁখি থেকে কাজল নিয়ে নজর কাটাই
হাতে নিয়ে কালীর ফোঁটায় ।
বাসর রাত, তোমার ওই রক্তিম লাল ঠোঁটের স্পর্শটুকু আমায় দাও। ভরিয়ে দিয়েছিল সে,,,,,,,,
বেনীর মাঝে সাজিয়ে রাখা বেলিফুল টাও আজ আমার
প্রতিচ্ছবির ভাবনার অবসরে সময় কেঁদে ভাসায়।
একটু সময় দাও একটু সময় দাও । তবুও,,,,,,
ভোর হলেই ফিরতে হবে দায়িত্ব রক্ষায়।
তোমার মুখের এই নম্যতায়
তোমার ওই চুলের ,
ঐ চোখের মায়াবী চাওনিতে,
আর ঐ লাল টিপে রশ্মিতে
হয়েছি আমি ভালোবাসায় উন্মাদ
দাও দাও দাও
সবটুকু আমায় দাও। নির্বোধ চাওয়ারা ,,,বড় ক্লান্ত আজ
তোমার শরীর দেহ মন প্রাণ সব আমায় দাও।
রজনীর শেষ প্রহরে, নতুন সূর্য ওঠার কালে
যাওয়ার আগে তোমায় বলতে চাই কিছু
জানিনা তুমি সইতে পারবে কিনা
আমারও নিঃশ্বাসে, দেহ মনে প্রানে
শুধু তুমি
তুমি মোর প্রিয়া। তবুও সহ্য করার ক্ষমতা হারিও না,
যেখানেই থাকি না কেন হৃদয় মাঝে রাখব লুকিয়ে সর্বদা দূর হতে।
বিদায় বন্ধু বিদায়- ফিরে এসে খুঁজে নেব তোমাতে-নিজেকে ,,,,,,
অপেক্ষায় থেকো আমার - আমি আসবো বলে ।
যুদ্ধ শুরু, হঠাৎই
সহস্ত্র দলের আক্রমণ
আকাশ থেকে গুলি-বোমা আছড়ে পড়লো মোর ভূমিতে।
পৃথিবীর বুকে কত লক্ষ প্রাণ।
কত স্ত্রী স্বামীহারা- কত মায়ের কোল ফাঁকা
শূন্যতা ঘিরে ধরে চারিদিকে
শুধুই শব্দ হাহাকারের ।
তবুও একটা কথাই ভেসে আসে বার বার
যেখানে থেকো ভালো থেকো।
তেরঙ্গ উড়ছে,,, শহীদদের সেলাম জানিয়ে- উড়বেও চিরদিন - তার মহিমায় ।
প্যারেড সাবধান , প্যারেড বিশ্রামে কেঁপে উঠছে দেশ মাতৃকার মাটি- ভেসে আসছে চির অমলিন সুর
বন্দেমাতরম - -বন্দে ----
দুটি চোখ বড় আবছা আজ ।
(স্বত্ব সংরক্ষিত)