Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা শিরোনাম "আমি চাই"কলমে সুনীল বণিক। ১০/১১/২০২০************" আমি চাই"সুনীল বণিক। *************আমি জীবনকে চিনেছি ঠিক ঠিক।চিনেছি জীবন পথের পথীকদের।আমি আপন চিনেছি, চিনেছি পর।আজ আমি খুজি তাই নিরালার দিক।
পেতে চা…

 


কবিতা 

শিরোনাম "আমি চাই"

কলমে সুনীল বণিক। 

১০/১১/২০২০

************

" আমি চাই"

সুনীল বণিক। 

*************

আমি জীবনকে চিনেছি ঠিক ঠিক।

চিনেছি জীবন পথের পথীকদের।

আমি আপন চিনেছি, চিনেছি পর।

আজ আমি খুজি তাই নিরালার দিক।


পেতে চাই একাকিত্বের অপরিমেয় আস্বাদ। 

যেমন পাহাড়, সমুদ্র, যেমন আকাশ বাতাস। 

বুঝেছি জীবনের চাওয়া পাওয়ার হিসাব।

জানি কি পেলাম,আর কি রইলো বাদ।


পাহাড় যেমন উর্ধমুখী আকাশ পানে।

সমুদ্র যেমন পাহাড়কে করে চুম্বন।

বাতাস যেমন আলিঙ্গন করে সকলকে। 

সকলেই এরা প্রেমাসক্ত সকলের সনে।


এই চিরন্তন প্রেমে আমি আসক্ত ও অভিভূত। 

তাই আকাশ কে জিজ্ঞাসি অবিরত। হে আকাশ! 

আমিও হতে চাই তোমার মত সুনীল আকাশ। 

যেমন বেষ্টন করে রাখো এদের অনবরত।

*********0*********