#শিরোনাম : #উড়ন্ত_পাখি#কলমে : #অমিতাভ#তারিখ : ০২/১১/২০২০***************************জৈষ্ঠ্যের তাপের পিঠে ঠেস দিয়ে পিপাসার্তআমি বসে আছি, পিপাসার জল দাও! কে আছ চন্ডালিকা তৃষ্ণা মিটাবে?অবাক করা রামধনু ওঠে না আরবর্ণালী পাখি…
#শিরোনাম : #উড়ন্ত_পাখি
#কলমে : #অমিতাভ
#তারিখ : ০২/১১/২০২০
***************************
জৈষ্ঠ্যের তাপের পিঠে ঠেস দিয়ে পিপাসার্ত
আমি বসে আছি, পিপাসার জল দাও!
কে আছ চন্ডালিকা তৃষ্ণা মিটাবে?
অবাক করা রামধনু ওঠে না আর
বর্ণালী পাখিটিও কণ্ঠ ছোঁয়নি আজ
তুমি তো উড়ন্ত পাখি!
উড়ে যেতে যেতে হৃদয়ের কথা বলো যাও!
মানুষের মনের কোণে উঁকি মারা যেমন কঠিন -
তোমার ফেলে যাওয়া শব্দগুলো
জড়ো করাও তেমনি কঠিন!!
উড়বো যে -আমার তো ডানা ছাঁটা,
ভয় আর সংশয়ের মাত্রাবৃত্তে আঁটা...
জীবনের খোঁজে সারাজীবন
বালিয়াড়ির পথে হাঁটা!
চাঁদ সমুদ্রকে ছুঁয়ে আসে আমার কাছে
ঘামরেণু লেগে থাকে তোমার মুখে
একেই কি তবে জীবন বলে !
📝অমিতাভ