ভালোবাসা নামের অর্থটা ছুঁড়ে দিকলালসা,লোভ,কাম মোহ.....নিবিড়তার মাপকাঠি হোক মন....যেটা হৃদয়ের কোনে জমতে থাকাকোনো এক এককে....সেটায় বিয়োগ থাকে না.…. থাকে যোগের হিসেব....যাকে যোগভ্রষ্ট হতে দেয়না.…!
উজান ঠেলে যাওয়া মানুষটাও ফিরে…
ভালোবাসা নামের অর্থটা ছুঁড়ে দিক
লালসা,লোভ,কাম মোহ.....
নিবিড়তার মাপকাঠি হোক মন....
যেটা হৃদয়ের কোনে জমতে থাকা
কোনো এক এককে....
সেটায় বিয়োগ থাকে না.…. থাকে যোগের হিসেব....
যাকে যোগভ্রষ্ট হতে দেয়না.…!
উজান ঠেলে যাওয়া মানুষটাও
ফিরে আসে আবার,যেখানে তার নোঙর
বাঁধা আছে!
শীতের রোদের মাদকতা থাকলেও
সেও সরে যায় কোণার্ক অবস্থানে...
শুধু তোমাকে আবেশের ছোঁয়া দিয়ে!
রাতের নক্সী কাঁথা তোমাকে জড়িয়ে রাখে
ওমের পরশে!সেখানে সরানোর দায় তোমারই।
মন বলে কতটুকু থাকবে আর কতটুকু নয়
মনকে পরখ করার ইচ্ছেটাও বাক্সবন্দী থাক।
#স্বরূপা