Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা,শিরোনামে-নিশুতি রাত,কলমে-প্রদীপ মন্ডল,তারিখ-08/11/2020.
রাতটা বড় গম্ভীর,ঘড়ির কাঁটা টিকটক করেই যাচ্ছে,ধকধক করছে বুকের পাঁজর,কান পেতে শুনছি,নাড়ী চলছে ধীমে ধীমে,হাপর টেনে চলেছে হৃৎপিণ্ড,থামার উপায় নাই!সবাই যখন নিস্তব্ধ,চলছে ঘড়…


 কবিতা,

শিরোনামে-নিশুতি রাত,

কলমে-প্রদীপ মন্ডল,

তারিখ-08/11/2020.


রাতটা বড় গম্ভীর,ঘড়ির কাঁটা টিকটক করেই যাচ্ছে,

ধকধক করছে বুকের পাঁজর,

কান পেতে শুনছি,নাড়ী চলছে ধীমে ধীমে,

হাপর টেনে চলেছে হৃৎপিণ্ড,থামার উপায় নাই!

সবাই যখন নিস্তব্ধ,চলছে ঘড়ির কাঁটা,আর বুকের পাটা,

কি যেন ভাবলাম মনে মনে কিন্তু,বলা হলোনা আর!

রাত তখন গভীর নিশুতি,কোনো বাধা মানে না,

ধীরে ধীরে আসে কাছে,আরও কাছে,এখন সব দায়িত্ব তার!

শরীরটা এলিয়ে বিছানায়,খোঁজে একটু ভালোবাসা,

আষ্টেপৃষ্টে জাপ্টে ধরে সর্বাঙ্গের উপর,

ক্লান্ত অবসন্ন মন,বাধা দেয়না আর!

আলতো ছোঁয়ায় রাত,বুলিয়ে দুহাত,

ঘুমাও তুমি প্রিয় বলে,আমি রাতজাগা,

তোমাকে দেখবো বলে আসি বারবার,

দুহাতে জড়িয়ে আবেশে বুকের পাঁজর!

কান পেতে শোনে সে,টিকটিক শব্দ,

সময়ের তালে তালে চলেছে সময়,

চলে যাবে ভোর হলে,দিনের অন্তরালে!

সকাল হলে তোমার সাথে হবেনা দেখা,

গোধূলি আকাশে ঐ শ্যামলী সন্ধ্যায়,

আসবো আবার ফিরে,যদি তুমি থাকো,

দেখবে,চিরদিনই ছিলাম আছি,আমিই তোমার!


রচনাকাল-রাত্রি 01-30 am.(08/11/2020).বসিরহাট,উত্তর চব্বিশ পরগণা,ভারত!