Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
“তোমার নতুন তরী”       আরিফ আহসান         তাং-০৭-১২-২০২০ইং
আর নয় দেরি অতি তাড়াতাড়ি ভিড়বে ঘাটে নতুন তরী।
ঘুড়ি উড়ছে তো উড়ছেগাছের মগডালে বাঁধা সোনালি সুতানরম কোমল আলতো করেচেয়ে চেয়ে দেখছে নেই কোনো ত্রাতা।
সময় হ…

 


সৃষ্টি সাহিত্য যাপন


“তোমার নতুন তরী”

       আরিফ আহসান 

        তাং-০৭-১২-২০২০ইং


আর নয় দেরি 

অতি তাড়াতাড়ি ভিড়বে ঘাটে নতুন তরী।


ঘুড়ি উড়ছে তো উড়ছে

গাছের মগডালে বাঁধা সোনালি সুতা

নরম কোমল আলতো করে

চেয়ে চেয়ে দেখছে নেই কোনো ত্রাতা।


সময় হয়েছে মাঝি

দেরি নাহি করো যে আর 

সময়ের নায়ে সময় থাকতে হতে হবে পারাপার।

দাঁড়িয়ে আছি তীরের কাছাকাছি 

অন্ধ ঘরে আলো কে প্রজ্বলন করবে তারই

দূর চলে-না কেন মাঝি?

তোমার নায়ের দাঁড়।


হাওয়ায় পাল যাক না ছিড়ে 

মাঝি আসছো কেন ধিরে ধিরে

আকাশের গায়ে হেলান দেওয়া আছে সিঁড়ি

ছুঁয়ে দেখবে চাঁদ কে খুব যে তাড়াতাড়ি

মাঝি জোড়ছে চালাও তোমার নতুন তরী।আরিফ আহসানের কবিতা


        ঢাকা,বাংলাদেশ।