Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন
ছলনা কোন ছলনায় ভুললি শেষে যমুনায় জল আনতে এসে !কী জাদু বাঁশির সুরে-শুনে তোর কপাল পোড়ে ।পোড়া মন সেই আগুনে- প্রেমেরই দোল-ফাগুনে ।আবির রঙে অভ্র মেখে – কলঙ্কে কাজল লেখে । সে কালি মুছবি না হায় যমুনার স্রোত বয়ে যায় …

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন


ছলনা 

কোন ছলনায় ভুললি শেষে 

যমুনায় জল আনতে এসে !

কী জাদু বাঁশির সুরে-

শুনে তোর কপাল পোড়ে ।

পোড়া মন সেই আগুনে- 

প্রেমেরই দোল-ফাগুনে ।

আবির রঙে অভ্র মেখে – 

কলঙ্কে কাজল লেখে । 

সে কালি মুছবি না হায় 

যমুনার স্রোত বয়ে যায় । 

ছলনা ভাসছে স্রোতেই 

ফাগুনের জন্ম হতেই ৷

এ স্রোতেই মরণ ভালো 

বাঁশিটাই কান পোড়ালো ৷

         -বিনতা-

    ১৭/১০/২০২০