Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ_কবিতা 
#কাঁচের_পৃথিবী #মালা_সেন_দে ১৬।১।২০২১
কংক্রিটের চাদরে জড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা , এক বৃহৎ মজবুত বাড়িটা , ছায়াতলে আমরা বন্দী । শেষ বিকেলের আলো আড়াল করে আমার সাজানো কাঁচের পৃথিবী , ঘরের ভেতর থেকে পৃথিবীর বর্ণপরিচয় পড়ি । সম…

 


#বিভাগ_কবিতা 


#কাঁচের_পৃথিবী 

#মালা_সেন_দে 

১৬।১।২০২১


কংক্রিটের চাদরে জড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা , 

এক বৃহৎ মজবুত বাড়িটা , ছায়াতলে আমরা বন্দী । 

শেষ বিকেলের আলো আড়াল করে আমার সাজানো কাঁচের পৃথিবী , 

ঘরের ভেতর থেকে পৃথিবীর বর্ণপরিচয় পড়ি । 

সময়ের ব্যস্ততায় কাঁচের শার্সিতে  অনুবাদিত হয় , 

পূর্ব পশ্চিমের অলিখিত জীবন , বেদনাময় ইতিহাস । 

সময়ের সাথে সাথে ক্রমশ হারিয়ে যাচ্ছি আমিও , 

ঠান্ডা হিমঘরে কুয়াশার এক বিরাট আচ্ছাদন । 

গোধূলি নামে ওপারে , আবছা আলো আমার কাঁচের পৃথিবীকে আলোকিত করে । 

আমি হারিয়ে ফেলি নিজেকে , 

বন্দিদশা থেকে মুক্তির আলো পাবো কি করে । 

আমি এখন নিত্য সাজাই পলিথিনের মোড়কে , 

ঠান্ডা গোলাপে  ফুলদানি বাহারী টেবিলে । 

সভ্যতার কুঠারাঘাতে সবুজ হারিয়েছে , 

প্রতিদিন সবুজের খোঁজে আমার পথচলা  , মিটিং,  মিছিল, বক্তৃতা । 

অথচ আমার বসে থাকা কৃত্রিম কাঁচের পৃথিবীর দুনিয়ায় ॥