Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শীতের মেঘ------মলয় বাগচী২০ জানুয়ারি,২০২০
মেঘের কাব্য হয়েছে যুগে যুগেশাওন নেচেছে রঙে ঢঙেলহরী উঠেছে ভুবনে,প্রতীক্ষায় রয়েছে কবিমন।
মেঘ হবার ইচ্ছে ছিল বেশ,হলামতবে শীতের মেঘকাব্যের সাক্ষী হয়ে তো নয়ইঅবজ্ঞা  ভরে দিয়ে সকলের দুঃখের কারণ হতে…

 


শীতের মেঘ

------মলয় বাগচী

২০ জানুয়ারি,২০২০


মেঘের কাব্য হয়েছে যুগে যুগে

শাওন নেচেছে রঙে ঢঙে

লহরী উঠেছে ভুবনে,

প্রতীক্ষায় রয়েছে কবিমন।


মেঘ হবার ইচ্ছে ছিল বেশ,

হলাম

তবে শীতের মেঘ

কাব্যের সাক্ষী হয়ে তো নয়ই

অবজ্ঞা  ভরে দিয়ে 

সকলের দুঃখের কারণ হতে

হলো এই পথ চলা

এই আশা পূরণে বেড়ে যায় জ্বালা বারবার।


ভালোবাসাহীন

গীতহীন,ছন্দহীন এই আগমন 

বিরক্তের ভাব লেপ্টে দিচ্ছে  দুহাত ভরে

জুড়াল না প্রাণ

বরং ভিসুভিয়াস জ্বলছে অবিরত।


মেঘ হওয়ার স্বপ্ন আজ বৃথা বিরম্বনা

অভিশাপের ফোণা মেলে

বিষবাষ্প ছড়িয়ে 

মৃত্যুর পথমাঝে।

হলো না কাব্যরচনা

বাজল না গীতি

কেটে যায় শীতের অভিশাপ হয়ে আজ।