Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ ..কবিতা     "সিঁদুর আর মেয়ে টি "
সদ্য সদ্য সিঁদুর খুইয়েছে মেয়ে টা   চিতার পর চিতা !!স্তব্ধতা ঘিরে মেয়ে টার চারপাশ ,  কান্নার জল শুকোয়নি তখনো    শ্মশানের মিলিত গন্ধে গা গুলোচ্ছে ওর চতুর্দিকে বিভিন্ন স্বরে কান্নার র…

 


#বিভাগ ..কবিতা 

    "সিঁদুর আর মেয়ে টি "


সদ্য সদ্য সিঁদুর খুইয়েছে মেয়ে টা 

  চিতার পর চিতা !!

স্তব্ধতা ঘিরে মেয়ে টার চারপাশ ,

  কান্নার জল শুকোয়নি তখনো 

   শ্মশানের মিলিত গন্ধে গা গুলোচ্ছে ওর 

চতুর্দিকে বিভিন্ন স্বরে কান্নার রোল |

  মেয়ে টি তখন ও যেন শুনছে 

 কেউ ওর নাম ধরে ডাকছে |

  সামনে ঘোলাটে নদী ,

  বিভিন্ন শবদেহের চিতাভষ্মের ভারে ঝিমিয়ে রয়েছে !

  নদীর পাড়ে ইতস্তত ছড়ানো ছিটোনো মালসা আর পিন্ডি ,

বোধহয় ভাঁটায় চলে এসেছে |

  মেয়েটির দৃষ্টি সেইদিকেই 

ওকে কেউ ঠেলছে ,

   ওর স্বামীকে চিতায় তোলার আগে আরও একবার ঘেঁটে দেওয়া হলো ওর সিঁদুরে রাঙানো সিঁথি |

   সাথের লোকজন এবার ওকে 

টেনে নিয়ে যাচ্ছে নদীর পাড়ে |

   সব খুঁইয়ে মেয়ে টির মুঠোয় 

তখন ও সিঁদুরের কৌটো |

  সবার অলক্ষে আস্তে আস্তে 

নদীর কাছেই সমর্পণ করলো 

   বিবাহের চিহ্ন খানি |

 চোখের সামনে ঘোলাটে নদী কে দেখলো ...

  সরু লালপেড়ে শাড়ি তে |


        🌹🌹🌹🌹কলমে ইন্দু (22.1.2021)