Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#আনমনেকাকলি ভট্টাচার্য্য মৈত্র
বসন্ত এসেছে অনেকবার। ছোঁয়াছুঁয়ি খেলায়, এখন বেশক্লান্ত লাগে। @কাকলিভট্টাচার্য্যমৈত্রতবুও, তুমি যখন চোখে কাজল কপালে লাল টিপখোঁপায় আগুনরঙা রঙ্গনফুল গুঁজে আসো,দেবীপ্রতিমা যেন।......আমি আরেকবার বসন্ত …

 


#আনমনে

কাকলি ভট্টাচার্য্য মৈত্র


বসন্ত এসেছে অনেকবার। ছোঁয়াছুঁয়ি খেলায়, এখন বেশ

ক্লান্ত লাগে। @কাকলিভট্টাচার্য্যমৈত্র

তবুও, তুমি যখন চোখে কাজল কপালে লাল টিপ

খোঁপায় আগুনরঙা রঙ্গনফুল গুঁজে আসো,

দেবীপ্রতিমা যেন।

......আমি আরেকবার বসন্ত ছুঁই.....

পশ্চিমের মরা আলোও,আলোড়ন তোলে হৃদয়ে--


জানো, ধর্মগ্রন্থ সেভাবে পড়াই হয়নি কখনো

সেই কোন ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম,

"..গীতবিতানেই সব লেখা আছে---

আগে গীতবিতান পড়।"

সেই থেকে,আজও পড়ি কবিতার মতো

রোজ সকালবেলায়।

গীতাজ্ঞানে শ্রদ্ধা করি মাথা করি নত...


কাজলকালো চোখ, লালটিপ,আগুনরঙা রঙ্গনফুলে 

সাজানো খোঁপা....

আবার বসন্ত এলো।

আমার চোখেও খেলাকরে দীপ্তি, আনমনে

আমি শেষের কবিতা....