শিরোনাম - ইদানীং কলমে - ঝুমা মল্লিক৩১।৭।২০২১
আজ বুঝতে পারি ,মানুষ কেন মুখোশে লুকিয়ে থাকেআসলে ,সে নিজের ছবি দেখে ভয় পায় ।তাইতো তার মনে দ্বন্দ্ব -
আজ বুঝতে পারি,কাল বলে কিছুই নেইসব সময়ের খেলা ,সবাই একজীবনে একা।জীবনের পর মৃত্যুর খেলা।
…
শিরোনাম - ইদানীং
কলমে - ঝুমা মল্লিক
৩১।৭।২০২১
আজ বুঝতে পারি ,মানুষ কেন মুখোশে লুকিয়ে থাকে
আসলে ,সে নিজের ছবি দেখে ভয় পায় ।
তাইতো তার মনে দ্বন্দ্ব -
আজ বুঝতে পারি,কাল বলে কিছুই নেই
সব সময়ের খেলা ,সবাই একজীবনে একা।
জীবনের পর মৃত্যুর খেলা।
আজ বুঝতে পারি,পাহাড় কেন এতো কঠিন
সেই পাহাড়ের চূড়ায় বাস করে অহংকারী এক হলুদ পাখি।
সে পাহাড় কিংবা ঝর্ণা কাউকে ভালোবাসেনা।
আজ বুঝতে পারি,আমার শরীর থেকে আলগা হয়েছে এক শরীর
আমার মন থেকে মুছে গেছে যে নাম, রয়ে গেল শুধুই বদনাম
এ সবই মায়ার খেলা -
তাইতো মৌরী গাছের কাছে করেছি পণ
জীবনভর করবো জলদান।