Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনী-বন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

কবিতা- বন্ধুকলমে-মধুমিতা হালদার তারিখ - ২/৮/২০২১
বন্ধু মানেই হাজার দোষের একমাত্র ভাগীদারবন্ধু মানেই জীবন পথে থাকবে খুনসুটি আর আবদার। বন্ধু মানেই আপন ভেবে রাখবো হাতটি হাতে, বন্ধু তোর শয়তানীতে মাতবো দিনে রাতে।বন্ধু মানেই গাছের ডালে…

 


কবিতা- বন্ধু

কলমে-মধুমিতা হালদার 

তারিখ - ২/৮/২০২১


বন্ধু মানেই হাজার দোষের একমাত্র ভাগীদার

বন্ধু মানেই জীবন পথে থাকবে খুনসুটি আর আবদার। 

বন্ধু মানেই আপন ভেবে রাখবো হাতটি হাতে, 

বন্ধু তোর শয়তানীতে মাতবো দিনে রাতে।

বন্ধু মানেই গাছের ডালে পাখির বাসা ভাঙা,

বন্ধু মানেই ভূত সাজিয়ে আবিরে করবো রাঙা। 

বন্ধু মানেই ল্যাঙ মেরে ফেলবো কাদার মাঝে, 

বন্ধু মানে সম্পর্কের হিসেব মিলবে না কোন কাজে। 

বন্ধু মানেই বইয়ে নয় হৃদয়ে নাম লেখা, 

বন্ধু মানে ভুল গুলো নতুন করে শেখা। 

বন্ধু মানেই যমের সাথে  বোঝাপড়া করা, 

বন্ধু মানে থাকবে না কোনো মিথ্যে নাটকে ভরা। 

বন্ধু মানেই বন্ধুর পিঠ বাঁচিয়ে চলা, 

বন্ধু মানে শুধুই ভালোবাসা থাকবে না ছলাকলা । 

বন্ধু মানেই চুলের মুটি সঙ্গে কিলঘুসি , 

বন্ধু মানে আদর করে রাখবো তোকে খুশি। 

বন্ধু মানেই একলা নয় হিসেব বরাবর, 

বন্ধু মানে ভাগের মজা হাজারো সুখের খবর। 

বন্ধু মানেই বৃষ্টি ভেজা এক রত্তি ছাতা, 

বন্ধু মানে উড়িয়ে ভেজে বই পত্তর খাতা। 

বন্ধু মানেই বড় হতে সবটা মিথ্যে স্বপ্ন নয়, 

বন্ধু মানে হৃদয় খানি জড়িয়ে মায়াময় ।

বন্ধু মানেই নীল আকাশে সূর্য চন্দ্র তারা, 

বন্ধু মানে আবেগে ভেসে বিবেক বুদ্ধি হারা।