Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা    :   চিরকাল এইভাবেকলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ২৫ , ১০ , ২০২১
যতদিন দেহ আছে পোড়া দেহে আমাদের ,ততদিন দামে থাকি--দাম কেবলই মাংসের ;মাংসের মূল্যে ভালোবাসা বেচা আর কেনাচিরকাল ছিল--আছে , কোনদিন ফুরবে …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা    :   চিরকাল এইভাবে

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ২৫ , ১০ , ২০২১


যতদিন দেহ আছে পোড়া দেহে আমাদের ,

ততদিন দামে থাকি--দাম কেবলই মাংসের ;

মাংসের মূল্যে ভালোবাসা বেচা আর কেনা

চিরকাল ছিল--আছে , কোনদিন ফুরবে না ।


মোরগের মত যেথায় যা পাই খুঁটে খুঁটে 

নিত্য বর্জিত জঞ্জালের জঙ্গল চেটেপুটে ,

তা-ই দিয়ে পুষ্ট করি দেহ--তুচ্ছ করি প্রাণ ;

পাঁকে ডুবে থেকে আকণ্ঠ--বুক করি শ্মশান ।


রাত্রিশেষে সূর্য জাগে যেন মোরগের ঝুঁটি ,

ছুটি চেয়ে জীবনের থেকে আমরাও তদ্রূপই

ভরে দিই টেবিলে টেবিলে খাবারের ডিস ;

ঠুংরি-গজলের সুধারস ঢালি অহর্নিশ ।


সারাগায়ে আঁধার মেখে চিরকাল এইভাবে

যৌবন বিলিয়ে মরে বাঁচি সকলের পাতে ;

আলোর পথে ছড়িয়ে কাঁটা লাজে ঢাকি মুখ ,

জাগিয়ে রেখে বুকে এক অনারোগ্য অসুখ ।

--------------------------------------------------------------