Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজোর মুখে ঝাড়গ্রামে প্রকাশিত হলো 'তিত্কি'র ভাদর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম: শনিবার ঝাড়গ্রামের এক বেসরকারি অতিথিশালায় প্রকাশিত হলো তিত্কি পত্রিকা। পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক বিপ্লব মাহাত, কুড়মি সমন্বয় মঞ্চের চিন্ময় মাহাত, শিবাজী মাহাত, সুদীপ রায় মাহাত, কুড়মি …

 

নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম: শনিবার ঝাড়গ্রামের এক বেসরকারি অতিথিশালায় প্রকাশিত হলো তিত্কি পত্রিকা। পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক বিপ্লব মাহাত, কুড়মি সমন্বয় মঞ্চের চিন্ময় মাহাত, শিবাজী মাহাত, সুদীপ রায় মাহাত, কুড়মি সেনার হৈমন্তী মাহাত, বিশ্বজিৎ মাহাত ও পত্রিকার সহযোগী সম্পাদক অরূপ কাটিআর প্রমুখ।


 গৌতম কাড়োয়ারের সম্পাদনায় প্রকাশিত এই পত্রিকায় জঙ্গলমহলের জীবন যন্ত্রণার ছবি ফুটে উঠেছে। অভিজিৎ কাটিআর, মৃন্ময় বঁসরিয়ার, অরূপ কাটিআর, বিপ্লব মাহাত প্রমুখের প্রবন্ধ, কবি অভিমূন্য মাহাতর কুড়মালি কবিতা ও পরদীপ মাহাতর কুড়মালি শিক্ষণ ক্লাস দিয়ে পত্রিকাটি সাজিয়েছেন সম্পাদক। পত্রিকার সাহায্য মূল্য ৩০ টাকা। পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়।