Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কর্মসংস্থান বেড়েছে তিন গুণ ; টুইট মুখ্যমন্ত্রীর

গত ১০ বছরে রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থান তিন গুণ বেড়েছে। রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যুবক-যুবতীদের কর্মসংস্থান হয়েছে বিপুল এমনই তথ্য দিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
তার টুইট অনুযায়ী রাজ্য সর…

 


গত ১০ বছরে রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থান তিন গুণ বেড়েছে। রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যুবক-যুবতীদের কর্মসংস্থান হয়েছে বিপুল এমনই তথ্য দিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


তার টুইট অনুযায়ী রাজ্য সরকার কর্মসংস্থান তৈরি করছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের দিক দিয়ে রাজ্য এক নতুন উচ্চতায় পৌঁছেছে। টাটা কনসালটেন্সি সার্ভিস এ চাকরি হয়েছে ৫০ হাজার কর্ম প্রার্থীর। ২০১১সালে যেই সংখ্যাটি ছিল ১৫ হাজার। কর্মসংস্থান বেড়েছে তিনগুণ। 


২০১১ তে বিপুল সমর্থন এর মাধ্যমে রাজ্য সরকার গড়ে তৃণমূল কংগ্রেস। সারা দেশের তুলনায় রাজ্যে কর্মসংস্থানের হার অনেক বেশি দাবি রাজ্য সরকারের।

মুখ্যমন্ত্রী নিজেও শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের দিকে বার বার ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। বিভিন্ন সময়ে বৈঠক করেছেন শিল্পপতিদের সাথে। রাজ্যে কর্মসংস্থানের সুযোগ এবং বাংলাকে দেশের তথা বিশ্বে শীর্ষ স্থানে নিয়ে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম লক্ষ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।