Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সাহিত্য যাপন,কবিতা,শিরোনামে - এই বেশ ভাল আছি,কলমে- প্রদীপ মণ্ডল,তারিখ- ০২/০১/২০২২,
তোমাকে জড়িয়ে ছিল কত স্বপ্ন মাখা,ভঙ্গুর জীবনের আশা ভরসা,নিমেষে ওড়ালে স্বপ্নীল দিনগুলো,ভেঙে দিলে সব ভালবাসা।
মনের অন্তরালে টুকরো কাঁচের ঘর,চিড় খে…

 


 সাহিত্য যাপন,

কবিতা,

শিরোনামে - এই বেশ ভাল আছি,

কলমে- প্রদীপ মণ্ডল,

তারিখ- ০২/০১/২০২২,


তোমাকে জড়িয়ে ছিল কত স্বপ্ন মাখা,

ভঙ্গুর জীবনের আশা ভরসা,

নিমেষে ওড়ালে স্বপ্নীল দিনগুলো,

ভেঙে দিলে সব ভালবাসা।


মনের অন্তরালে টুকরো কাঁচের ঘর,

চিড় খেয়ে লেগে গেছে বিরহী আঁচড়,

নিঃশ্বাসে ভরে দিলে একরাশ ধোঁয়াশা,

ঘোলা ঘোলা ভিজে যাওয়া নির্ঝর কুয়াশা।


আবেশে আদুল হাওয়া নিথর নীরবতা,

কেন যে জীর্ণদশায় নিঃস্বর্গ কবিতা,

আমাকে করে দিল নিমেষে পর,

হৃদয় ঝাঁ ঝাঁ রত মরুভূমি থর।


তোমাকে চেনার মত ছিলনা ক্ষমতা,

চেয়েছিলাম উষ্ণ পরশ স্নেহ মমতা,

তুচ্ছ চাওয়া পাওয়ায় এ মন ঝরালে,

আমাকে কাছে পাওয়ায় নিজেকে হারালে।


নতুনের হাত ধরে পারিনি ছুঁতে,

পুরাতন স্মৃতিময় পারেনা যেতে,

সেদিনের কথাগুলো ভোলা তো যায়না,

ভাঙে যেন বুকের পাঁজর ব্যথা আর সয়না,

নিশি ভোরে কে বাজালো বিরহী সানাই,

বিজনে নীরববতা ঝরা বেদনায়?


কানেতে বাজে আজও তোমারই নিঃশ্বাস,

অবিশ্বাসের ঢেউগুলো ছুঁড়ে ছুঁড়ে দিলে,

আজ আমি ভালবাসার মরুভূমির চর,

একলা উদাসী হাওয়া দীর্ঘশ্বাস ফেলে।


চলেছি ঝরে যাওয়ার খুব কাছাকাছি,

ধূধূ ধোঁয়াশার মরীচিকা সলিলে,

যেখানে মৌন পরশ ভালবাসার দলিলে,

তোমারই স্মৃতি ছোঁয়ায় জেনো আমি এই বেশ ভাল আছি।