Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্যযাপনকবিতা-  জীবনের খরোখাতা.........কলমে- ফেরদৌসী বেগমতারিখ- ২২.০৬.২২
কিছুটা দূরত্ব থাক কিছুটা মাঠ ফাঁকা থাক আজ কাল বা পরশু কারোর জন্য।থাকুক একটু শূণ্যতা স্বপ্ন বোনারপড়ে থাক কিছু কাজ বেলা অবেলায়।পড়ে থাক ব্যস্ততা, ছুটা…

 


সৃষ্টি সাহিত্যযাপন

কবিতা-  জীবনের খরোখাতা.........

কলমে- ফেরদৌসী বেগম

তারিখ- ২২.০৬.২২


কিছুটা দূরত্ব থাক 

কিছুটা মাঠ ফাঁকা থাক 

আজ কাল বা পরশু কারোর জন্য।

থাকুক একটু শূণ্যতা স্বপ্ন বোনার

পড়ে থাক কিছু কাজ বেলা অবেলায়।

পড়ে থাক ব্যস্ততা, ছুটাছুটি, কোলাহল

পড়ে থাক নিত্য কাজের ঝুট ঝামেলা

পড়ে থাক চার দেয়ালের জীবন 

আটপৌরে  অভ্যাস 

চায়ের কাপ, নাগরিক সভ্যতা

আরো সব,  জীবনের অপরিহার্য্যতা। 

সব কিছুই  ব্যকরণ  চাই শুধু অকারণ

দিন শেষে কিছু নেই

সূর্য্যটা ডুবে গেলৈ  দিন শেষে আলো নেই

শুধু শুধু  বিচরণ সময়ের পরিভ্রমণ

তারপর একদিন ঝরোপাতা জীবনের  খরোখাতা।

 শ্রমে ঘামে সঞ্চিত, কায় ক্লেশে অর্জিত

 এ সেনারতরী রইলো পড়ে, বিজন ঘাটে 

একলা পাখি যায় উড়ে যায়  অসীম যেথায়

না ফেরে আর  এ মোহজালে

না নেয়  সাথে অনুষঙ্গ 

চিরকালের গন্তব্যে।


রাজশাহী/ ২২.০৬.২০২২