Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মৌ পত্রিকার উদ্যোগে সাহিত্য বাসর ও সংবর্ধনা জ্ঞাপন

নিজস্ব সংবাদদাতা,কুলটিকরি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরীতে অনুষ্ঠিত হলো মৌ-পত্রিকার তৃতীয় বর্ষ প্রকাশ ও গুণিজন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।কুলটিকরীর মহামিলন মন্দিরের পাশে লায়ন্স স্কুলের রবীন্দ্র শিক্ষা নিকে…

 


নিজস্ব সংবাদদাতা,কুলটিকরি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরীতে অনুষ্ঠিত হলো মৌ-পত্রিকার তৃতীয় বর্ষ প্রকাশ ও গুণিজন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।কুলটিকরীর মহামিলন মন্দিরের পাশে লায়ন্স স্কুলের রবীন্দ্র শিক্ষা নিকেতন কক্ষে অনুষ্ঠিত হলো সাঁকরাইল সাহিত্য পরিষদের অন্তর্ভুক্ত ‘মৌ সাহিত্য পত্রিকা'-র ৩য় বর্ষ পূর্তি সাহিত্য বাসর।অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশিত হয়। পাশাপাশি সাহিত্য আলোচনায় অংশ নেন বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন সাহিত্যপ্রেমী সন্দীপ পাহাড়ী, রামকৃষ্ণ সাহু, কুমকুম দে, অরুন গুচ্ছাইত, অশোক সাহু, সুমন মন্ডলসহ বিশিষ্ট কবিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন কবি ও ক্রীড়াবিদ ভিক্টর মাহাত, বিশিষ্ট পরিবেশপ্রেমী শিক্ষাবিদ গৌরসাধন দাস চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।মৌ পত্রিকার সম্পাদক অরিন্দম কুলিয়ারী এই সাহিত্যবাসরে তাঁর শৈশবের প্রণম্য দুই শিক্ষক-শিক্ষিকা বিনয় পোদ্দার ও শিখা পোদ্দারকে "মানুষ গড়ার কারিগর" সম্মানে এবং সাঁকরাইল সাহিত্য পরিষদের সভাপতি তথা বিশিষ্ট কবি বীরেন্দ্রনাথ সাহুকে "মৌ সাহিত্য" সম্মানে সম্বর্ধিত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি ও সঙ্গীতশিল্পী প্রদীপ কুমার মাইতি ও বিশিষ্ট কবি হরেন্দ্রনাথ ভৌমিক।