নিজস্ব প্রতিবেদক,কেশপুর, পশ্চিম মেদিনীপুর .....তিনটি কবিতার বই প্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কেশপুরের নেড়াদেউলে।উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক,,শিক্ষক - অধ্যাপক,ছাত্রছাত্রীসহ বহু সাহিত্যপ্রেমী মানুষ।প্রকাশ হল আনুয়ারা বেগমের দুটি …
নিজস্ব প্রতিবেদক,কেশপুর, পশ্চিম মেদিনীপুর .....তিনটি কবিতার বই প্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কেশপুরের নেড়াদেউলে।উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক,,শিক্ষক - অধ্যাপক,ছাত্রছাত্রীসহ বহু সাহিত্যপ্রেমী মানুষ।প্রকাশ হল আনুয়ারা বেগমের দুটি কাব্যগ্রন্থ 'ভাসছে দেহ দমের ভেলায় ' ও 'রূপসাগর'-এর দ্বিতীয় সংস্করণ।প্রথমটি প্রকাশ করেন রেভারেন্ড ড.আসাদ মাসীহ ও সাহিত্যিক শৈবাল কুমার নন্দ ।
দ্বিতীয়টি প্রকাশ করেন কবি-প্রাবন্ধিক তপন গাঙ্গুলী ও শিক্ষক ওসওয়াতুল হাসনাইন। অন্যদিকে তৌফিক হোসেনের পঞ্চম কাব্যগ্রন্থ 'হৃদয়নামা ' প্রকাশ করেন কবি ও গল্পকার সাজাহান কবীর ও কবি গৌতম মাহাতো।অনুষ্ঠানে অতিরিক্ত প্রাণ সঞ্চার করে খুদে শিল্পীদের গান ও আবৃত্তি। অনুষ্ঠানে কাছে-দূরের অতিথি ছাড়াও স্থানীয় ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপন গাঙ্গুলী।উল্লেখ্য দুই কবির বাড়ি কেশপুরেই।