নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ......মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিলড্রেন ক্যাম্পাসে জঙ্গল মহল উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে ও এম আর সি সি-র সহযোগিতায় চারা গাছ রোপনের মাধ্যমে পালিত হলো অরণ্য সপ্তাহ l প্রথমে এম …
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ......মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিলড্রেন ক্যাম্পাসে জঙ্গল মহল উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে ও এম আর সি সি-র সহযোগিতায় চারা গাছ রোপনের মাধ্যমে পালিত হলো অরণ্য সপ্তাহ l প্রথমে এম আর সি সি-র প্রতিষ্ঠাতা অধ্যাপক শ্যামাপদ পালের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে সংক্ষিপ্ত সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন এম আর সি সি-র সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য্য , জঙ্গল মহল উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি ও বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড۔ মধুপ দে সংস্থার কাজকর্মের পাশাপাশি বৃক্ষ রোপনের মাধ্যমে অরণ্য সপ্তাহ পালনের গুরুত্ব আলোকপাত করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন মুখার্জী l তারপর পলাশ , চন্দন , কৃষ্ণচূড়া , রাধাচূড়া ইত্যাদি চারাগাছ রোপন করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গল মহল উদ্যোগের সম্পাদক শিক্ষারত্ন সুব্রত মহাপাত্র , দীপা খান সেন , এম আর সি সি -র কোষাধ্যক্ষ অনাদি জানা , সহ সম্পাদক প্রশান্ত মহাপাত্র , শিক্ষক শিক্ষিকা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকাবৃন্দ ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জঙ্গল মহল উদ্যোগের কার্যকরী সভাপতি ও এম আর সি সি -র সহ সম্পাদক অমিত কুমার সাহু ।