Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যালয়ে মূল্যবোধের শিক্ষা

অরুন কুমার সাউ, তমলুক: বর্তমানে বিদ্যালয়ে গুলিতে শ্রেণিকক্ষে অনিয়মিত উপস্থিত ছাত্রের পরিমাণ অনেক লক্ষ্য করা যাচ্ছে । শুধু তাই নয় মোবাইল ফোনের প্রভাবে পড়াশুনার প্রতি মনোযোগ হারিয়ে যাচ্ছে।ছাত্র সমাজ বিপথে চালিত হচ্ছে। ছাত্র…


অরুন কুমার সাউ, তমলুক: বর্তমানে বিদ্যালয়ে গুলিতে শ্রেণিকক্ষে অনিয়মিত উপস্থিত ছাত্রের পরিমাণ অনেক লক্ষ্য করা যাচ্ছে । শুধু তাই নয় মোবাইল ফোনের প্রভাবে পড়াশুনার প্রতি মনোযোগ হারিয়ে যাচ্ছে।ছাত্র সমাজ বিপথে চালিত হচ্ছে। ছাত্র সমাজের মধ্যে মূল্যবোধ জেগে উঠলে এমন সমস্যা দূর হবে বলে মনে করেন শিক্ষকগণ। তমলুকের রাধাবল্লভপুর ভীমাচরণ বসু বিদ্যাপীঠ বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের ভাবধারায় ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদ্যালয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে “মূল্যবোধের শিক্ষা" নামে বিশেষ অনুষ্ঠানটি হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এর পক্ষে শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সরোজ জানা, স্বামী মহাক্রমানন্দজীও যোগিরাজ চৈতন্য মহারাজ এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। 

এদিন অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আসার স্বামীজি বলেন, যখন আমাদের বিচার বিবেক জাগ্রত থাকে তখন সৎকর্ম বা পুণ্য কর্ম করি আর যখন বিচার বিবেক লুপ্ত হয় তখন আমরা অসৎ কর্ম করে থাকি। ছাত্ররা এখন অনেক ছোট তাই এখন থেকে ছাত্রদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে পারলে বর্তমান প্রজন্ম অনেক বেশি সংযমী ও শিষ্টাচারের মাধ্যমে জীবন যাপন করতে পারবে। এর ফলে সমাজ ও সভ্যতার অনেক বেশি উন্নতি হবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম ভক্তা বলেন, বর্তমানে ছাত্ররা অনেক বেশি বিপদে পরিচালিত হচ্ছে। শুধু তাই নয় প্রায় পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বার্ষিক পরীক্ষা, বোর্ড পরীক্ষার বা তার ফল প্রকাশের সময় হলেই বেশ কিছু ছাত্র-ছাত্রী পরীক্ষার ফল খারাপ করলে দুর্ঘটনার সম্মুখীন হয়। পিতা- মাতা, শিক্ষক- শিক্ষিকা এবং শিক্ষার সাথে যুক্ত ব্যক্তিবর্গের মনে একটা প্রচ্ছন্ন শঙ্কা এসে যায়। ছাত্রদের মধ্যে মূল্যবোধের শিক্ষা জাগ্রত হলে এ ধরনের ঘটনা ঘটবে না।"