Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চিয়াড়া ধর্ষণ ও হত্যা মামলা: সাড়ে সাত বছর পরও রায়ের অপেক্ষা

অরুণ কুমার সাউ, তমলুক: ১৯ জুলাই ২০২৫ তমলুক থানার অন্তর্গত চিয়াড়া গ্রামে সাড়ে সাত বছর আগে ঘটে যাওয়া এক নৃশংস ধর্ষণ ও হত্যা মামলার রায়দান আজ, ১৯ জুলাই ২০২৫-এ নির্ধারিত ছিল। তবে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার রায়দা…

 


অরুণ কুমার সাউ, তমলুক: ১৯ জুলাই ২০২৫ তমলুক থানার অন্তর্গত চিয়াড়া গ্রামে সাড়ে সাত বছর আগে ঘটে যাওয়া এক নৃশংস ধর্ষণ ও হত্যা মামলার রায়দান আজ, ১৯ জুলাই ২০২৫-এ নির্ধারিত ছিল। তবে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার রায়দান পিছিয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের শেষের দিকে, যখন চিয়াড়া গ্রামের এক নাবালিকা হঠাৎ নিখোঁজ হয়। পরদিন গ্রামের একটি মাঠে খড়িবন থেকে তার মৃতদেহ উদ্ধার হয়, এবং ময়নাতদন্তে প্রকাশ পায়—তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

 স্থানীয় মানুষদের প্রতিবাদ, মানববন্ধন ও আন্দোলনের ফলে প্রশাসন সক্রিয় হয় এবং সন্দেহভাজনদের গ্রেপ্তার করে। তদন্তের দায়িত্ব হাতে নেয় বিশেষ দল। বিগত সাড়ে সাত বছর ধরে চলেছে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ, বিচার প্রক্রিয়া ও শুনানি। অবশেষে এই বছর রায়দান চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। শনিবার সেই বহুল প্রতীক্ষিত রায় ঘোষণার কথা থাকলেও অজ্ঞাত কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

রায়দান পিছিয়ে যাওয়ায় নিহত নাবালিকার পরিবার সহ অনেকেই হতাশ ও ক্ষুব্ধ। তাঁরা দ্রুততম সময়ে ন্যায়বিচার পাওয়ার দাবি জানিয়েছেন। ন্যায়বিচারের আশায় চিয়াড়া এবং গোটা সমাজ অপেক্ষা করে আছে—এই আশা নিয়ে, যে অপরাধী শাস্তি পাবেই, এবং সুবিচার হবে।