Page Nav

HIDE

Post/Page

May 18, 2025

Weather Location

Breaking News:

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক প্রতিযোগিতা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০২.
বিষয়-কবিতা
কবিতা-"তাকাও ফিরে একটিবার"
কলমে-সুকুমার গঁড়াই
তারিখ-১৬/০৩/২০২০.
****************************************
কোথায় গেলো কবাডি-বাচ্চিক
         ভাবছি বসে আজ,
কোথায় গেলো নুনতাড়া…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০২.
বিষয়-কবিতা
কবিতা-"তাকাও ফিরে একটিবার"
কলমে-সুকুমার গঁড়াই
তারিখ-১৬/০৩/২০২০.
****************************************
কোথায় গেলো কবাডি-বাচ্চিক
         ভাবছি বসে আজ,
কোথায় গেলো নুনতাড়াতাড়ি
      ওসব এখন স্মৃতির পাতায় থাক!
হারিয়ে গেল খেঁটে খেলা
      মেয়েরা খেলতো বিকেলবেলা,
শীতের রোদে চিনেমাটি, মার্বেল, ডাংগুলি
     খেলার মাঠে আসবে কি ফিরে এসব দিনগুলি!
হারিয়ে গেলো কতো কিছু অনেকেরই জানা
     সবার মাঝে বলতে তবু নেইকো কোনো মানা,
চড়ুই পাখির কিচিরমিচির, আসে না আর কানে
      শকুন কোথায় হারিয়ে গেল, কোন গহন বনে!
হারিয়ে গেলো বুঝি, নম্রতা, শ্রদ্ধা ভক্তির ভাব
    সকলেই সব জান্তা এমনতরো স্বভাব,
মানামানির দিন গুলো সব নিয়েছে যেন ছুটি
     অকারণে আজ চারিদিকে লাগাই হুটোচুটি!
দায়িত্ব সব ঠিক করে আজ করে না পালন
   যেমন খুশি তেমন সব হয়েছে চলন,
কোথায় গেলো হারিয়ে আজ সেই মধুর দিনগুলি
     অকারণে যত্রতত্র হচ্ছে কত বলি!
হারিয়ে গেল ফাঁকা মাঠ,কত না বনভূমি
     পরিবেশ যেন সুস্থ নয়, অনেকেই তা মানি,
নেই স্বাদ ফলে-ফুলে, নেই তেমন শস্যে
     প্রকৃতির সব কিছু যেন ভরে গেছে বিষে!
সমাজ চলছে কোন পথে, দেশের কি হাল
    মোবাইল হাতে যুবসমাজ, যেন হয়েছে বেসামাল,
ছেলে-বুড়ো সবার হাতে মোবাইল এখন খেলনা
    গেম খেলে তাই নিয়ে,অন্য খেলা চাই না!
দেশটা দেখি ভরে গেছে আজ ভেজালের গন্ধে
     ভেজাল দিচ্ছে সকলে ভালো কিংবা মন্দে,
বসন্তের সকালে লিখতে বসে ফিরে তাকাবো কতো
     নতুন বছরে সবকিছু ফিরে আসুক হারিয়ে গেছে যতো!!
**************************************"***