জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পোর্ট লুই সফর আইএনএস ইম্ফলের
দেবাঞ্জন দাস : মরিশাস সফর শেষ করল আইএনএস ইম্ফল। ১৪ মার্চ জাহাজটি পোর্ট লুই ত্যাগ করে। ৫৭তম মরিশাস জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এই জাহাজটিকে সেখানে পাঠানো হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্…