লকডাউন এর সময় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর।।
লকডাউন এর সময় প্রায় মানুষই গৃহবন্দী হয়ে রয়েছে। এই সময়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নির্দেশ দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমতো তমলুক পৌরসভ…
লকডাউন এর সময় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর।।
লকডাউন এর সময় প্রায় মানুষই গৃহবন্দী হয়ে রয়েছে। এই সময়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নির্দেশ দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমতো তমলুক পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন এর উদ্যোগে কুড়িটি ওয়ার্ডের কাউন্সিলর দের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী প্যাকেট। তমলুকের রূপনারায়ন লজ থেকে প্রত্যেক কাউন্সিলার এর হাতে চাল আলু ডাল সয়াবিনের প্যাকেট এবং 200 করে মাক্স তুলে দিলেন তমলুক পৌরসভার পক্ষ থেকে।
। পরবর্তী দিনে আরো খাদ্য সামগ্রী তুলে দেয়া হবে বলে এমনটাই জানালেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন।এবং সমস্ত শহরবাসীকে আবেদন জানান বাড়ীর মধ্যে থাকার জন্য। সুস্থ থাকুন আনন্দে থাকুন।