গভীর রাতে অভিযান চালিয়ে প্রায় ৩০ ব্যারেল দেশী মদ উদ্ধার করল মহিষাদল থানার পুলিশ ও আবগারি দপ্তর।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার পুলিশ ও আবগারি দপ্তর অমৃত বেড়িয়ার লকগেট…
গভীর রাতে অভিযান চালিয়ে প্রায় ৩০ ব্যারেল দেশী মদ উদ্ধার করল মহিষাদল থানার পুলিশ ও আবগারি দপ্তর।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার পুলিশ ও আবগারি দপ্তর অমৃত বেড়িয়ার লকগেটে অভিযান চালায়। এক দেশি নৌকায় করে ২০ লিটার করে প্রায় ৩০ ব্যারেল দেশি মদ নদী পথে এনে এলাকায় পাচার করার চেষ্টা করছিল। পুলিশ অভিযান চালালে নৌকায় থাকা চোরাকারবারিরা ছিটকে পালিয়ে যায়।ইতিমধ্যে মদ সহ নৌকা পুলিশ বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যে এত মদ কোথা থেকে এল তদন্ত করে দেখছে পুলিশ, পাশাপাশি ঐ নৌকার মালিকের খোঁজ শুরু করেছে।