Page Nav

HIDE

Post/Page

July 13, 2025

Weather Location

Breaking News:
latest

মেচেদায় ভ্রাম্যমান ইফতার পার্টি

বাবলু বন্দ্যোপাধ্যায়      কোলাঘাট।     পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা  এক নম্বর থার্মাল গেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে শান্তিপুর ফাইভ  পয়েন্টে  ভ্রাম্যমান ইফতার পার্টি অনুষ্ঠিত হলো। শতাধিক ব্যক্তির হাতে ফল মিষ্টির প্যাকেট তুলে দেওয…



বাবলু বন্দ্যোপাধ্যায়      কোলাঘাট।     

পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা  এক নম্বর থার্মাল গেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে শান্তিপুর ফাইভ  পয়েন্টে  ভ্রাম্যমান ইফতার পার্টি অনুষ্ঠিত হলো। শতাধিক ব্যক্তির হাতে ফল মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির পক্ষে আব্দুল মান্নান বলেন  সীমিত ক্ষমতার মধ্য থেকে এই উদ্যোগ গ্রহণ করা , ঈদের আনন্দ সবার মধ্যে ভাগ করে নেওয়াই হল এর উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাব্রতী সুকুমার মাইতি স্বরূপ পাল অসীম সামন্ত প্রমূখ ।