Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আন্দোলনের চাপে কোলাঘাটের গুরুত্বপূর্ণ রাস্তা দেউলিয়া খন্যাডিহি পিচিং করার সিদ্ধান্ত নিল পূর্ত দপ্তর,যান নিয়ন্ত্রণ করার জন্য মাইকিং

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের প্রান্তিক এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা দেউলিয়া খন্যাডিহি রাস্তা আজ থেকে প্রায় দেড় বছর আগে শুরু হলেও ধীর গতিতে চলতে থাকায় এলাকার মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভে…



বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের প্রান্তিক এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা দেউলিয়া খন্যাডিহি রাস্তা আজ থেকে প্রায় দেড় বছর আগে শুরু হলেও ধীর গতিতে চলতে থাকায় এলাকার মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অবশেষে লাগাতার রাজনৈতিক ও অরাজনৈতিক দলের পক্ষ থেকে ক্ষোভ বিক্ষোভ আসতে থাকার পর তড়িঘড়ি রাস্তাটিকে পিচিং করার ব্যবস্থা নিল রাজ্য পূর্ত দপ্তর। স্থানীয় প্রশাসনের উদ্যোগে মাইকিং প্রচার করে জানিয়ে দেওয়া হয় সোমবার থেকে আগামী ৯ জুন পর্যন্ত এই রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে সকাল সাতটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত, যাতে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। উল্লেখ করা যায় দেউলিয়া থেকে খ্যানাডিহি পর্যন্ত প্রায় সাড়ে ছ কিলোমিটার এই রাস্তা দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থার মধ্যে পড়েছিল। প্রান্তিক এলাকার মানুষজনদের একমাত্র জীবিকার পথ এই রাস্তা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সেতু বন্ধন করার ক্ষেত্রেও এই রাস্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির অন্যতম নেতৃত্ব নারায়ণ নায়েক জানান বহু আন্দোলনের ফলে এই রাস্তার সংস্কার আর কয়েকটা দিন অপেক্ষার পর জ্বালা যন্ত্রণা থেকে দূর হবে চলাচল করার ক্ষেত্রে মানুষজনের। সর্বস্তরের মানুষজন কে সহযোগিতা করার বার্তা পাঠান। অন্যদিকে বৃন্দাবনচক বিএড কলেজের কর্মরত শিক্ষক সুকুমার বন্দ্যোপাধ্যায় জানান বেশ কয়েক বছর পর এই রাস্তা সংস্কারের ফলে আগামী দিনে এলাকার অর্থনৈতিক জীবন জীবিকার ক্ষেত্রে সাফল্য আনবে। পূর্ত দপ্তরের এক আধিকারিক জানান শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তার মধ্যেই সম্পূর্ণ হচ্ছে বেশ কিছু সমস্যার জন্য কিছুটা দেরি হলেও দিন দশকের মধ্যে পিচিংয়ের কাজ শেষ হবে।