নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম ....আরও একবার গাঁজা পাচারের অন্তঃরাজ্য চক্রের হদিস পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন । পাশাপাশি সাফল্যের সাথে ছত্তিশগড় থেকে ওড়িশা-ঝাড়খন্ড হয় পশ্চিমবঙ্গে গাঁজা পাচারের পরিকল্পনা ভেস্তে দিল ঝাড়গ্রাম…
নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম ....আরও একবার গাঁজা পাচারের অন্তঃরাজ্য চক্রের হদিস পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন । পাশাপাশি সাফল্যের সাথে ছত্তিশগড় থেকে ওড়িশা-ঝাড়খন্ড হয় পশ্চিমবঙ্গে গাঁজা পাচারের পরিকল্পনা ভেস্তে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। পুলিশের বড়সড় সাফল্যে কলকাতা মুম্বাই জাতীয় সড়কের ঝাড়গ্ৰামের নেতুরা থেকে ২৩২ কেজি ১৪০ গ্ৰাম গাঁজা-সহ গাড়ির চালককে গ্রেফতার করলো ঝাড়গ্রাম থানার পুলিশ ৷ অভিযুক্তের নাম রমেন সিং। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুরে। জানা গিয়েছে, গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালান ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস ও ঝাড়গ্রাম থানার পুলিশ আধিকারিকরা
শনিবার রাত্রে ঝাড়গ্রামের নেতুরাতে পুলিশ তল্লাশি অভিযান চালানোর সময় হলুদ বোঝাই লরিতে করে গাঁজা পাচারের ঘটনায় ফিল্মি কায়দায় একজনকে গ্রেফতার করে। হলুদ বোঝাই গাড়ির কেবিন থেকে প্লাস্টিকে মোড়া ২৫ টি প্যাকেট থেকে উদ্ধার হয় ২৩২ কেজি ১৪০ গ্ৰাম গাঁজা। অভিযুক্তকে রবিবার পেশ করা হয় ঝাড়গ্রাম জেলা আদালতে। এদিন ঝাড়গ্রাম আদালতে পেশ করলে মহামান্য বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস জানান, পুলিশ প্রশাসনের কাছে গোপন সূত্রে খবর থাকায়, ছত্রিশগড়ের বিলাসপুর থেকে হলুদ বোঝাই লরিতে গাঁজা পশ্চিমবঙ্গে নিয়ে আসার সময় পুলিশ নেতুরাতে তল্লাশি অভিযান চালিয়ে গাড়ির চালককে গ্রেফতার করার পাশাপাশি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। কোথা থেকে গাঁজা আসছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা তা ইতিমধ্যে তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি, গাঁজা পাচার চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখার চেষ্টা চলছে । ইতিমধ্যে মামলা রুজু করে পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। কাঁচা হলুদ বোঝাই লরিতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা। কাশ্মীরে জঙ্গি নাশকতা ও সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী একাধিক অপারেশন চলছে। যার মধ্যে অন্যতম মাদক পাচার রোধ। মাদক থেকে বেআইনিভাবে উপার্জিত অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসবাদীদের অর্থভাণ্ডারের সহায়ক না হয় সে বিষয়ে কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন। তার মাঝে ঝাড়গ্রামের জাতীয় সড়কে পুলিশি অভিযানে ব্যর্থ হল গাঁজা পাচারের চেষ্টা৷ ঝাড়গ্ৰাম জেলা পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন। সাধুবাদ জানিয়েছেন ঝাড়গ্রাম জেলাবাসী।