নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শরৎ স্মৃতি প্রথমা সংঘ। রবিবার ভলান্টারি ব্লাড ডোনারর্স ফোরামের সহযোগিতায়, প্রথমা সংঘের উদ্যোগে আয়োজিত প্রথম বারের রক্তদান শিবিরে ১…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শরৎ স্মৃতি প্রথমা সংঘ। রবিবার ভলান্টারি ব্লাড ডোনারর্স ফোরামের সহযোগিতায়, প্রথমা সংঘের উদ্যোগে আয়োজিত প্রথম বারের রক্তদান শিবিরে ১৮ জন মহিলা সহ মোট ৩১ জন রক্তদাতা রক্তদান করেন। একটা বড় অংশের রক্তদাতা এবার প্রথম রক্তদান করলেন।
সংঘের সদস্যাদের পাশাপাশি শুভানুধ্যায়ীরা রক্তদান করেন।শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, কাউন্সিলের গোপাল ভট্টাচার্য, সমাজসেবী অনুপ সিং, রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
ব্লাড ডোনারর্স ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন আসীন ধর,ধৃতিরঞ্জন রায়, মৃত্যুঞ্জয় সামন্ত,প্রবীর কুমার লায়েক, প্রতিমা রানা,আসেকুল রহমান, গোলাম নবি,রানা প্রতাপ সেন প্রমুখ।প্রথমা সংঘের পক্ষে সম্পাদিকা অনিমা মাইতি, সভানেত্রী বুলু ঘোষ সহ সমস্ত সদস্যারা উপস্থিত ছিলেন।ছিলেন প্রথমা সংঘের শুভানুধ্যায়ীরা।
রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় রক্তদাতাগণ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিবিরের অন্যতম সমন্বায়ক শিক্ষক ধৃতিরঞ্জন রায়।
উল্লেখ্য ২০২০ সালে প্রতিষ্ঠিত কেবল মাত্র মহিলার নিয়ে গঠিত এই সংগঠন নানা সমাজসেবা মূলক কর্মসূচি রূপায়ণ করে থাকে।