অরুণ কুমার সাউ,তমলুক: লোকশিল্পীদের তিন দিনের কর্মশালা শুরু হলো তমলুকের নিমতৌড়িতে । লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নিমতৌড়িতে জেলা প্রশাসনিক অফিসের সভাকক্ষে এই কর্মশালা শ…
অরুণ কুমার সাউ,তমলুক: লোকশিল্পীদের তিন দিনের কর্মশালা শুরু হলো তমলুকের নিমতৌড়িতে । লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নিমতৌড়িতে জেলা প্রশাসনিক অফিসের সভাকক্ষে এই কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় বাউল গান, পুতুল নাচসহ লোকসংস্কৃতি বিষয়ক বিভিন্ন আঙ্গিকের লোকশিল্পীরা যোগ দিয়েছেন।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলন ও বাউল সংগীতের মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সহ-সভাপতি সুহাসিনী কর, শিক্ষা সংস্কৃতি কর্মদক্ষ অপর্ণা ভট্টাচার্য, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। স্বাগত ভাষণের মাধ্যমে অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় পুতুল নাচের আবির্ভাবের ইতিহাস বর্ণনা করেন। সেই সাথে তিনি বলেন প্রত্যন্ত গ্রাম বাংলাতে পুতুল না চ মাঝেমধ্যে দেখা গেলেও শহরাঞ্চলে একেবারে বিলুপ্তের পথে। পুতুল নাচের সংস্কৃতিকে ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের তরফ থেকে আগামী দিনে একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে।
জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক বলেন, বিভিন্ন আঙ্গিকের লোকশিল্পীদের দিয়ে জেলা স্তরের কর্মশালা শুরু হয়েছে। তিন দিন ধরে এই কর্মশালা চলবে।