অরুণ কুমার সাউ, ময়না: পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অর্থানুকুল্যে মায়নার রাধাবল্লভচক সারদাময়ী বিদ্যাপীঠের নবনির্মিত সাইকেল স্ট্যান্ডের দ্বারদঘাটন উদ্বোধন হল।এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন , ফুটব…
অরুণ কুমার সাউ, ময়না: পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অর্থানুকুল্যে মায়নার রাধাবল্লভচক সারদাময়ী বিদ্যাপীঠের নবনির্মিত সাইকেল স্ট্যান্ডের দ্বারদঘাটন উদ্বোধন হল।এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন , ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ।এছাড়াও উপস্থিত ছিলেন বনভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস,গোকুলনগর গ্রাম পঞ্চায়েত প্রধান পাপিয়া পাইক,প্রাক্তন প্রধান কৃষ্ণপ্রসাদ মাইতি,বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা উপপ্রধান সন্দীপ হাটই,বিদ্যালয়ের ভূমিদাতা দেবেন্দ্রনাথ সামন্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় স্বপন কুমার ঘোড়াই সহ অন্যান্য অতিথিবৃন্দ।