Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবীন্দ্র ভাবধারায় বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে বন মহোৎসব

অরুণ কুমার সাউ, বজকুল: পূর্ব মেদিনীপুর জেলা বন মহোৎসবের আয়োজন করা হয় ভগবানপুর-১ ব্লকের অন্তর্গত বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। সারা রাজ্য জুড়ে পালিত হচ…

 


অরুণ কুমার সাউ, বজকুল: পূর্ব মেদিনীপুর জেলা বন মহোৎসবের আয়োজন করা হয় ভগবানপুর-১ ব্লকের অন্তর্গত বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরন্য সপ্তাহ। এই উপলক্ষে  বিশ্ব উষ্ণায়ন থেকে পরিবেশকে বাঁচাতে এবং সবুজায়নের লক্ষ্যে সুদৃশ্য ট্যাবলো সহযোগে ছাত্র- ছাত্রীরা একটি শোভাযাত্রা করেন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ভাবধারায় বৃক্ষ বন্দনা করা হয় ক্ষিতি, অপ্, তেজ, মরুৎ, ব্যোম্- এই পঞ্চভূতের সমন্বয়ে। গাছ বিষয়ক কবিতায়, নৃত্যে অংশ নেন রবীন্দ্র পরিষদের শিল্পীরা।মঞ্চে এক চিত্রশিল্পী ছবি আঁকার মধ্যে দিয়ে এই দিনের  ভাবনা ফুটিয়ে তোলেন। বিশিষ্ট অতিথিরা বেশ কিছু গাছও লাগান।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল গিরি, জেলা বিভাগীয় বন আধিকারিক অর্ণব সেনগুপ্ত, সহ বন আধিকারিক মার্স সিজার দাস, বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ডঃ পীযূষকান্তি দন্ডপাট। এছাড়াও ছিলেন  জেলাপরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির কর্মাধ্যক্ষগণ ও জেলার বেশকিছু পঞ্চায়েত সমিতিগুলির সভাপতিগণ।