Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ও রাস্তায় দুপাশের সৌন্দর্য বৃদ্ধি করেতে চারাগাছ রোপণ

নিজস্ব প্রতিবেদক,গোপীবল্লভপুর : জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা দিতে এবং রাস্তার দুপাশে একটি সুন্দর নয়নাভিরাম পরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সিধু-কানু-বীরসা সেতু থেকে গোপীবল্লভপুর চেক…


নিজস্ব প্রতিবেদক,গোপীবল্লভপুর : জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা দিতে এবং রাস্তার দুপাশে একটি সুন্দর নয়নাভিরাম পরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সিধু-কানু-বীরসা সেতু থেকে গোপীবল্লভপুর চেকপোষ্ট পর্যন্ত,নিজেদের গাঁটের কড়ি খরচ করে প্রায় ১০০টি কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ লাগানো হলো, সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গোষ্ঠী আমারকার ভাষা আমারকার গর্ব-এর পক্ষ থেকে।



এদিন সকাল থেকে তৎপরতা সাথে সুবর্ণ রৈখিক পরিবারের সদস্যরা রাস্তার দুপাশে গর্ত করেন এবং রাস্তার দুপাশে থাকা পার্থেনিয়াম ধ্বংস করেন এবং আগাছা পরিষ্কার করেন।বিকলে চারাগাছ রোপন করা হয়,জল সিঞ্চন করা হয় এবং বেড়া দিয়ে ঘেরা দেওয়া হয়। পাশাপাশি এদিন এই কর্মসূচি চলাকালীন কেক কেটে গ্রুপের প্রধান এডমিন সমাজকর্মী বিশ্বজিৎ পালের জন্মদিন পালন করা হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিশ্বজিৎ বাবুর জন্মদিন উপলক্ষ্যে পরিবেশ সচেতনতার বার্তা দিতে এবং রাস্তার দুধারের সৌন্দর্য বৃদ্ধি করতে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। এদিনের কর্মসূচিতে সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তন্ময় বক্সী,শুভাশিস নায়েক, মুরলীধর বাগ ,শান্তিদেব দে,কিশোর রক্ষিত, নীলকমল জানা,নরসিংহ পৈড়া,অজিত সুঁই,সাধুচরন কারেক, রহিম দন্ডপাঠ, অভিজিৎ পৈড়া, অভিজিৎ সাউ, অমরজিৎ দে, জয়ন্ত দাস,সমীর রাউৎ, শুভজিৎ পানি প্রমুখ।

উল্লেখ্য সপ্তাহ খানেক আগে এই এলাকার প্রাথমিক ভাবে পার্থেনিয়াম ধ্বংসের কাজ করা হয়েছিল সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষ থেকে। কর্মসূচি সুষ্ঠু ভাবে রূপায়িত হওয়ায় জন্য গ্রুপের পরিচালক মন্ডলীর পক্ষে বিশ্বজিৎ পাল, সুদীপ কুমার খাঁড়া,সুমন মন্ডলরা উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও সুবর্ণ রৈখিক পরিবারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে।