নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ....অরণ্য সপ্তাহ তথা বনমহোৎসব উপলক্ষ্যে 'প্রজাপতি বাগান'-এ চারাগাছ রোপন করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভারসিটি বোর্ড অনুমো…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ....অরণ্য সপ্তাহ তথা বনমহোৎসব উপলক্ষ্যে 'প্রজাপতি বাগান'-এ চারাগাছ রোপন করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভারসিটি বোর্ড অনুমোদিত বিদ্যালয়ে 'প্রজাপতি বাসস্থান পুনরুদ্ধার' বিষয়ক এই বাগান অবস্থান করছে। ভেষজ গাছপালার পাশাপাশি প্রজাপতি আকৃষ্ট হবে এরকম প্রায় পঞ্চাশটি চারা গাছ এদিন রোপন করা হলো।
রঙ্গন, লেন্টেনা, জবা, অপরাজিতা, দেবদারু মাধবীলতা, মালতীলতা, আকন্দ, লালবাসক, দারুচিনি, গোলমরিচ, কালমেঘ ইত্যাদি গাছে সমৃদ্ধ হলো এই প্রজাপতি বাগান। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অমিয় কুমার মান্না ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক দেবব্রত সাঁতরা এবং সমীর কুমার দে ,প্রাক্তনী শুভদীপ মাহাত। সঙ্গে বিদ্যাপীঠের শতাধিক শিক্ষার্থী।
চারা গাছ রোপনের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন গাছ চেনানো এবং তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া জানান, "শিক্ষার্থীদের প্রকৃতি সম্পর্কে অবগত করা এবং সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। বনমহোৎসব তথা অরণ্য সপ্তাহ উদযাপনের সঙ্গে এই কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ এবং প্রকৃতি সম্পর্কে এবং প্রজাপতি সংরক্ষণে আগ্রহী করে তুলবে বলে আমাদের বিশ্বাস।"