Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথির তপোবন শিশু আবাসের তৈরি রাখিতেই সচেতনতার বার্তা

অরুণ কুমার সাউ, কাঁথি: জীবন এদের শিখিয়েছে লড়াই করার ক্ষমতা।এরা সম্মুখীন হয়েছে কঠিন বাস্তবের।তবুও থেমে যায়নি এদের জীবন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত তপবন শিশু আবাসের ১২জন শিশু কিশোর একে অপরের…


অরুণ কুমার সাউ, কাঁথি: জীবন এদের শিখিয়েছে লড়াই করার ক্ষমতা।এরা সম্মুখীন হয়েছে কঠিন বাস্তবের।তবুও থেমে যায়নি এদের জীবন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত তপবন শিশু আবাসের ১২জন শিশু কিশোর একে অপরের সঙ্গী, প্রিয় বন্ধু ও পরম আত্মীয়।আর এরা পঠন-পাঠন ও জীবন বোধ ও জীবন গঠনের শিক্ষা গ্রহণ করে তপবন শিশু আবাস থেকে।২০১৫  সাল ১৬ ই আগস্ট থেকে শুরু পথ চলা থেকে তপবন শিশু আবাসের।প্রতিবছরের মতো এবারও রাখীবন্ধন উৎসবে মেতে উঠবে এরাও। মৈত্রী বন্ধনে পরকে আপন করবে। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে রাখি পূর্ণিমা। তার আগে নিজেদের হাতেই তৈরি করছে রাখি এখানকার খুদেরা। গত ৬ বছর থেকে এরা রাখি উৎসব পালন করে আসে। নিজেদের হাতের তৈরি রাখি পথ চলতি মানুষের হাতে বেঁধে দেয় তারা। শপথ করে  সবার সাথে মিলেমিশে থাকার। শুধু তাই নয়  রাখি বিক্রয়ের জন্য তৈরি করে। 

সকাল  থেকে শুরু হয় পঠনপাঠন। এর পর চলে রাখি পূর্ণিমার প্রস্তুতি।হোমের মস্ত হল ঘরে পুঁতি, কাগজ ,সুতোর ,পাট  এবং অনেক ফেলে দেওয়া জিনিস থেকেও তৈরি করছে এই রাখি।এক মাস আগে থেকেই শুরু হয় কাজ। টুকরো টুকরো করে কাটা নানা রঙের কাগজ, পুঁতি, জড়ি, পাট, ধান। কাঁচি দিয়ে কেটে আর আঠা দিয়ে জুড়ে ওরা তৈরি করে একের পর এক রাখি। দেখতে দেখতে হাজার খানেক রাখি জমা হয়। এগুলি সব পরিবেশবান্ধব রাখি। শুধু তাই নয় এই রাখি গুলিতে পরিবেশ সচেতনতার বার্তাও রয়েছে।যেমন বাল্যবিবাহ রোধ, রক্তদান জীবন দান, গাছ লাগান প্রাণ বাঁচান, আর শিশুশ্রম ইত্যাদি।রাখির দাম খুবই কম। দু টাকা থেকে পাঁচ টাকা । আর্ট এন্ড ক্রাফটের শিক্ষিকা সবিতা মাইতি  দেখভাল করেন।তিনি  বলেন,আসলে এটা ওদের শিক্ষারই একটা অঙ্গ।  হোমে  ওদের লেখাপড়ার পাশাপাশি সারাবছর বিভিন্ন বৃত্তিমূলক কাজের প্রশিক্ষণ দেওয়া হয়।এদের তৈরি রাখি তেই ঐক্যের বন্ধন দৃঢ় হবে জেনে সৃষ্টিশীল কাজে আরও উৎসাহ পায়।


 স্কুলের বৃত্তিমূলক বিভাগের শিক্ষক সৌমেন জানা  জানালেন, ভালবাসা দিয়ে পরিবেশ সচেতনতার উদ্দেশ্য নিয়ে রাখি বন্ধন উদযাপন হোক ।এই ভালবাসার সুতো বেঁধে দেওয়ার মাধ্যমে জীবন বদলে যাবে।কাজলা জন কল্যাণ সমিতি পরিচালিত তপোবন শিশু আবাস  এর ছোট ছোট আবাসিক শিশুদের দ্বারা যত্ন সহকারে তৈরি সুন্দর হস্তনির্মিত রাখি। এখান থেকে কেনা প্রতিটি রাখি তাদের স্বপ্ন, শিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যতকে সার্থকতা দেবে ।