Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"মরণোত্তর চক্ষুদান - কর্নীয়া সংগ্রহ"

👁"মরণোত্তর চক্ষুদান - কর্নীয়া সংগ্রহ"**৫১ তম জন্মদিনে মৃত্যু বরণ**  'মরণোত্তর চক্ষুদান করে অন্যের চোখে পৃথিবীর আলো দেখবেন প্রণব কোলা দাদা'প্রণব কোলা,আমার পরিচিত পল্লব কোলা'র মেজ দাদা। পূর্ব মেদিনীপুর জেলার…

 


👁"মরণোত্তর চক্ষুদান - কর্নীয়া সংগ্রহ"

**৫১ তম জন্মদিনে মৃত্যু বরণ**

  'মরণোত্তর চক্ষুদান করে অন্যের চোখে পৃথিবীর আলো দেখবেন প্রণব কোলা দাদা'

প্রণব কোলা,আমার পরিচিত পল্লব কোলা'র মেজ দাদা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার চাঁইপুর গ্রামের বাসিন্দা। 


অসুস্থতার জন্য কোলকাতার এন আর এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ৫১ তম জন্মদিনের দিন মারা যান। পরিবারটি আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং সর্বদাই নানান সামাজিক ও জনহিতকর কাজে নিয়োজিত থাকেন।কয়েকমাস আগে ঐ পরিবারের সেজ দাদা পঙ্কজ কোলা মারা যাওয়ার পর পঙ্কজ বাবুর কর্নীয়া নেওয়া হয়।


তাই মরণোত্তর চক্ষুদানের প্রস্তাবে সম্মত হন। কোলকাতার এম পি বিড়লা আই ব্যাঙ্কের টিম কর্নীয়া দুটি সংগ্রহ করেন। প্রণব বাবুর আত্মার শান্তি কামনা করি, ওনার স্ত্রী সুষমা কোলা,পুত্র সুমন, ভাই পল্লব কোলা সহ পরিবারের সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা ও সমবেদনা জানাই।কৃতজ্ঞতা জানাই আই ব্যাঙ্কের রমেশ সিংহ দাদার টিম, এন আর এস হাসপাতালে র কতৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকেই। 🙏

নমস্কারান্তে :- প্রশান্ত সামন্ত:: বাহারপোতা, পাঁশকুড়া,তমলুক, পূর্ব মেদিনীপুর। ৯৭৩২৭৪৮৭৮৫/৭৯০৮৩১০০৮৪.