Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারত ছাড়ো আন্দোলনের ৮৩ তম বর্ষপূর্তিতে তৃণমূল কংগ্রেসের ডাক "বিজেপি তুমি ভারত ছাড়ো"

পূর্ব মেদিনীপুর ,তমলুক: ১৯৪২ এ ভারতছাড়ো আন্দোলন শুরু করেছিল ভারতীয়দের ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে। ৯ই আগস্ট ১৯৪২ সাল গান্ধীজী এবং অন্যান্য কংগ্রেস নেতাদের গ্রেপ্তার করা হয় ফলে ভারত জুড়ে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছি…


পূর্ব মেদিনীপুর ,তমলুক: ১৯৪২ এ ভারতছাড়ো আন্দোলন শুরু করেছিল ভারতীয়দের ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে। ৯ই আগস্ট ১৯৪২ সাল গান্ধীজী এবং অন্যান্য কংগ্রেস নেতাদের গ্রেপ্তার করা হয় ফলে ভারত জুড়ে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছিল। তার প্রভাব পড়েছিল পূর্ব মেদিনীপুরের তমলুকের।

 সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ভারত মাতার বীর সন্তানদের শ্রদ্ধার্ঘ্য ও বিজেপি তুমি ভারত ছাড়ো এই দাবিতে তমলুক শহরের জেলখানা মোড় থেকে বানপুকুর পাড়ে শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশ পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস। এই মিছিলে পা মেলায় তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, তৃণমূল কংগ্রেস তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়, তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাঁড়া সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। 

তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র বলেন "অনেকদিন আগেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই বিজেপি তুমি ভারত ছাড়ো বলে দিয়েছেন। আজকে আমরা শপথ নিচ্ছি এই ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে যে বিজেপি তুমি রাজনৈতিকভাবে ভারত ছাড়ো।"