তমলুক, কাজল মাইতি,দেশ মানুষ: ছোট গলিতেই 'বড়' উন্নয়ন! ৫০০ কোটিরও বেশি ব্যয়ে রূপ পাচ্ছে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্প,তমলুক শহরে এবার নতুন দিগন্ত, বড় রাস্তার মোহ কাটিয়ে ছোট গলিতেই নজর, ৩৭৫টি কাজের অনুমোদনউন্ন…
তমলুক, কাজল মাইতি,দেশ মানুষ: ছোট গলিতেই 'বড়' উন্নয়ন! ৫০০ কোটিরও বেশি ব্যয়ে রূপ পাচ্ছে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্প,
তমলুক শহরে এবার নতুন দিগন্ত, বড় রাস্তার মোহ কাটিয়ে ছোট গলিতেই নজর, ৩৭৫টি কাজের অনুমোদন
উন্নয়নের কথা উঠলেই সাধারণ মানুষের চোখে ভেসে উঠত চওড়া পিচের রাস্তা আর দ্রুতগামী ট্রেনের ছবি। কিন্তু সেই প্রথাগত ধারণাকে এবার চ্যালেঞ্জ জানাচ্ছে তাম্রলিপ্ত পৌরসভা। 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পের মাধ্যমে এবার শহরের ছোট ছোট গলিপথ, সরু নর্দমা এবং ছোট স্ল্যাব তৈরির কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে—যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে সরাসরি প্রভাবিত করবে। এই ছোট ছোট কাজগুলির মাধ্যমেই এবার ‘বড়’ উন্নয়নের স্বপ্ন দেখছে তমলুকবাসী।
বুধবার সকাল থেকেই তাম্রলিপ্ত পৌরসভায় শুরু হয়ে গেল সেই বহু প্রতীক্ষিত উন্নয়নমূলক কাজ। এই জনমুখী প্রকল্পে ২০টি ওয়ার্ড জুড়ে মোট ৩৭৫টি কাজের অনুমোদন মিলেছে। যার মধ্যে এদিন একসঙ্গে ৭৫টি কাজের শুভ সূচনা করা হয়।
বিশাল বরাদ্দ, দ্রুত কাজ স্থানীয় সমস্যার সমাধানে গঠিত 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পে তাম্রলিপ্ত পৌরসভার জন্য বরাদ্দ হয়েছে এক বিশাল অঙ্কের টাকা—মোট ৫ কোটি ৭০ লক্ষ টাকা।
এদিন সকালে ১১ নম্বর ওয়ার্ডের একটি রাস্তার কাজের সূচনার মাধ্যমে প্রকল্পের শিলান্যাস পর্ব শুরু হয়। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়া, স্থানীয় কাউন্সিলর গৌতম কুমার পাল এবং এলাকার বহু সাধারণ মানুষ।
এই জনকল্যাণমুখী কাজের পদ্ধতিও ছিল সম্পূর্ণ ভিন্ন। টানা দু'মাস ধরে পাড়ায় পাড়ায় প্রকল্পের ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানেই স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার ছোট ছোট সমস্যার সমাধানের জন্য আবেদন জানান।
আবেদনের ভিত্তিতে জমা পড়া কাজগুলির গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে পরবর্তী এক মাস ধরে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন প্রশাসনিক আধিকারিকরা। এরপরেই টেন্ডার ডাকা হয় এবং কাজের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সকল প্রক্রিয়া শেষে, বুধবার চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়া এবং স্থানীয় কাউন্সিলর গৌতম কুমার পাল নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন। এখন দেখার, এই 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পটি কত দ্রুত তমলুক শহরকে এক নতুন রূপে সজ্জিত করে তোলে।

